পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

DA Case Hearing Deferred: পিছিয়ে গেল ডিএ মামলার সুপ্রিম শুনানি, জারি থাকছে আন্দোলন

সুপ্রিম কোর্টে আজ ডিএ মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গেল (DA Case Hearing Deferred)৷ আগামী 11 এপ্রিল শুনানির দিন ধার্য হয়েছে ৷ তবে তার জেরে আন্দোলনে কোনও পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছে দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ (Supreme Court Hearing on DA Case)৷

DA Protest ETV Bharat
ডিএ আন্দোলন

By

Published : Mar 21, 2023, 2:23 PM IST

Updated : Mar 21, 2023, 2:29 PM IST

কলকাতা, 21 মার্চ: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি (DA Case Hearing Deferred)। তবে এর জন্য বদল হবে না আন্দোলনের ৷ জানালেন সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা । তাঁদের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, সরকার যতক্ষণ না এই বিষয়ে কোনও সদুত্তর দিতে পারছে, ততদিন রাস্তাতেই থাকবেন তাঁরা (DA Protest)।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল (Supreme Court Hearing on DA Case)। কিন্ত অতিরিক্ত মামলার জেরে সেটা বাতিল হয়ে যায় । শুনানি হবে এপ্রিল মাসের 11 তারিখ । অন্যদিকে, কেন্দ্রীয় হারে ডিএ-এর দাবিতে 54 দিন ধরে রাস্তায় আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মচারীরা। শীর্ষ আদালতের শুনানি পিছিয়ে যাওয়া প্রসঙ্গে আন্দোলনকারীরা বলেন, "আমরা কোর্টের রায়ের দিকে নজর রেখেছিলাম ঠিকই, কিন্তু যতদিন না আমাদের দাবি সরকার মেনে নেবে, ততদিন আন্দোলন চলবে । একটি সংগঠন কোর্টে মামলা করেছিল । কিন্তু এখন আমরা শক্তি সঞ্চয় করতে করতে 60টি সংগঠনে একত্রিত হয়েছি । সেখান থেকেই এই যৌথমঞ্চ ।”

কেন্দ্রীয় হারে ডিএ-র দাবির পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আরও দুটি দাবি জানানো হয়েছে । তার মধ্যে একটি হল স্বচ্ছভাবে শূন্যস্থানে নিয়োগ । দ্বিতীয়, অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা । এই দুটি দাবি মানা হলে, তবেই আন্দোলন তুলবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ সরকারি কর্মচারীরা ৷

আরও পড়ুন:বোমা মেরে উড়িয়ে দেব, হুমকির চিঠি সরকারি কর্মীদের ধরনামঞ্চে

এই আন্দোলনের জেরে একাধিক কর্মসূচি নিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ । তাদের পক্ষ থেকে বিভিন্ন দিন কর্মবিরতির ডাক দেওয়া হয় । পালিত হয়েছে রাজ্যজুড়ে সরকারি অফিসে ধর্মঘট । ডিজিটাল অসহযোগও পালন করেন তাঁরা ।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে এই ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল জানুয়ারি মাসে । তবে সেখানে রাজ্যের পক্ষ থেকে আবেদনে ভুল থাকায় শুনানি পিছিয়ে যায় । শুনানি পিছিয়ে মার্চ মাসের 15 তারিখ হবে বলে জানানো হয়েছিল । তবে 15 এবং 16 তারিখ মামলার অত্যধিক চাপ থাকায় ফের এই মামলার শুনানি পিছিয়ে 21 মার্চ করা হয় । তবে আজও সেই একই সমস্যা দেখা দেয় । অত্যধিক মামলার চাপে আজও এই মামলার শুনানি হতে পারেনি সুপ্রিম কোর্টে ৷ শুনানি আবারও পিছিয়ে দিয়ে নতুন তারিখ দেওয়া হয়েছে 11 এপ্রিল ৷

Last Updated : Mar 21, 2023, 2:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details