পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মঙ্গলবার কলকাতায় ফের প্রতিবাদ মিছিল মমতার

CAA ও NRC -এর বিরোধিতায় ইতিমধ্যে কলকাতায় 3টি মিছিল ও 2টি প্রতিবাদ সভা করেছেন মমতা ৷ আজ তৃণমূল ভবনে জরুরি বৈঠক ডাকেন তৃণমূল নেত্রী৷ সেই বৈঠকে নাগরিকত্ব আইন ও NRC-এর বিরোধিতায় সোমবার রাজ্যজুড়ে সভা ও মিছিলের ডাক দেন তিনি ৷ সেই সঙ্গে মঙ্গলবার স্বামী বিবেকানন্দর বাড়ি থেকে বেলেঘাটা গান্ধিভবন পর্যন্ত মিছিল মমতার ৷

mamata banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Dec 20, 2019, 11:50 PM IST

কলকাতা, 20 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন ও জাতীয় নাগরিকপঞ্জির বিরোধিতায় সোমবার রাজ্যজুড়ে সভা-মিছিলের ডাক মমতার । সেই সঙ্গে মঙ্গলবার কলকাতায় স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে বেলেঘাটা গান্ধিভবন পর্যন্ত মিছিলের ডাক মমতার ৷ আজ তৃণমূল ভবনে জরুরি বৈঠকের পর আন্দোলন কর্মসূচি ঘোষণা করলেন মমতা । এ প্রসঙ্গে তিনি বলেন, "রাজ্যের প্রতিটি মহকুমা সদরে শান্তিপূর্ণ ভাবে মিছিল করবে তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মীরা ।"

CAA বিরোধি মিটিং, মিছিল, সভা সহ লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো । বার বারই দলের কর্মী-সমর্থকদের আন্দোলন জারি রাখার বার্তা দিচ্ছেন তিনি । মোদি-শাহকে তৃণমূল কংগ্রেস NRC নিয়ে কোণঠাসা করার সংকল্প নিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল । তিনি ইতিমধ্যেই ৩ টি মিছিল এবং ২ টি প্রতিবাদ সভা করেছেন ৷ আজ আরও কিছু আন্দোলন কর্মসূচির কথা ঘোষণা করলেন মমতা । আগামী সোমবার রাজ্যের প্রতিটি মহাকুমা সদরে প্রতিবাদ সভা ও মিছিল করা হবে বলে জানান তিনি । সেই সঙ্গে মঙ্গলবার কলকাতায় প্রতিবাদ মিছিলের ডাক মমতার ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details