কলকাতা 20 জুলাই : কলকাতায় BJP-র মহিলা মোর্চার মিছিলে বাধা পুলিশের ৷ চোপড়ায় কিশোরীর মৃত্যুর ঘটনায় আজ কলকাতায় মিছিল করে মহিলা মোর্চা ৷ গড়িয়াহাট মোড় থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত মোমবাতি মিছিলের আয়োজন করা হয় ৷ সেই মিছিলে বাধা দেয় পুলিশ ৷ প্রতিবাদে গড়িয়াহাট মোড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন BJP-র কর্মীরা ৷
কলকাতায় BJP মহিলা মোর্চার মিছিলে বাধা পুলিশের - undefined
চোপড়ায় কিশোরীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে কলকাতায় BJP-র মহিলা মোর্চা যে মিছিল বের করেছিল তা আটকে দেয় পুলিশ ৷
চোপড়ার ঘটনায় প্রতিবাদের মিছিল BJP মহিলা মোর্চার
BJP নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, এই সরকার তথ্য এদিক ওদিক করতে এক্সপার্ট ৷ হেমতাবাদের বিধায়ক মৃত্যুর ঘটনা প্রসঙ্গ টেনে বলেন, "সেটাও বলেছেন আত্মহত্যা, এটাও বলছেন নাবালিকা বিষ খেয়ে মারা গেছে ৷ আমরা সঠিক তথ্য জানতে চাই ৷ মৃত্যুর আগে নাবালিকার দেওয়া বয়ান শুনতে চাই ৷ ময়না তদন্তের ভিডিয়ো রেকর্ড দেখতে চাই ৷"
Last Updated : Jul 20, 2020, 6:32 PM IST