পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ওয়াটগঞ্জে NPR আতঙ্ক, তথ্য সংগ্রহকারীদের ঘিরে বিক্ষোভ - কলকাতায় বিক্ষোভ

কলকাতায় NPR আতঙ্ক ৷ পৌরকর্মী পরিচয় দিয়ে এলাকায় তথ্য় সংগ্রহ করতে গেছিলেন দু'জন ৷ তাঁদের বিক্ষোভের মুখে পড়তে হয় ৷

BOBY
ববি হাকিম

By

Published : Feb 5, 2020, 1:55 AM IST

কলকাতা, 5 ফেব্রুয়ারি : জাতীয় জনসংখ্যা রেজিস্টার (NPR) ঘিরে আতঙ্ক ওয়াটগঞ্জে ৷ গতকাল বিকেলের ঘটনা ৷ দুই ব্যক্তি নিজেদের পৌরসভার কর্মী পরিচয় দিয়ে ওই এলাকার বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছিলেন বলে অভিযোগ ৷ স্থানীয় সূত্রে খবর, তথ্য সংগ্রহকারীদের হাতে যে ফর্ম ছিল সেখানে একটি কলম NPR ছিল ৷ রাজ্যে NPR হবে না ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন একথা ৷ তারপরও কেন তাঁরা NPR-সংক্রান্ত তথ্য নিচ্ছেন, পৌরকর্মী পরিচয় দেওয়া ওই দুইজনকে স্থানীয়রা এই প্রশ্ন করেন ৷ প্রশ্নের উত্তর দিতে পারেননি ওই দুই জন ৷ তখন তাঁদের ঘেরাও করা হয় ৷

আশপাশের এলাকা থেকে আরও লোক জড়ো হয় ৷ এলাকায় উত্তেজনা বাড়তে থাকে ৷ চাপের মুখে পড়ে তখন সেই দুইজন জানান, তাঁরা আধার কার্ড সংশোধনের কাজ করতে এসেছেন ৷ তাঁদের কাজের সঙ্গে NPR-র কোনও যোগ নেই ৷ কিন্তু, ততক্ষণে এলাকায় তুলকালাম অবস্থা ৷ খবর যায় মেয়র ফিরহাদ হাকিমের কাছেও ৷ তিনি আসেন ঘটনাস্থানে ৷ আসে পুলিশও ৷

এলাকায় পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন মেয়র ৷ NPR হবে না, আশ্বাস দেন তিনি ৷ সংবাদমাধ্যমকে বলেন, “ মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যে NPR হচ্ছে না । তারপরও কেন এমনটা হল তা তদন্ত সাপেক্ষ । বিষয়টি জানানো হয়েছে লালবাজার সাইবার ক্রাইম বিভাগেও । সাধারণ মানুষ থানায় অভিযোগ জানিয়েছে । এবার তদন্ত করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে ।"

যদিও যাঁরা পৌরকর্মী পরিচয়ে এলাকায় এসেছিলেন তাঁদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি ৷ পুলিশ সূত্রে খবর, ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details