পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Protest of BJP MLAs: নিয়োগ দুর্নীতির প্রতিবাদে বৃষ্টিতে ভিজে, পথে বসে প্রতিবাদ বিজেপি বিধায়কদের - রাস্তায় বসে প্রতিবাদ বিজেপি বিধায়কদের

মঙ্গলবার রাজ্য বিধানসভার বাইরের রাস্তায় বসে, বৃষ্টিতে ভিজে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদালতে আবেদন করাকে কটাক্ষ করেছেন অগ্নিমিত্রা পল ৷

ETV Bharat
বিজেপি বিধায়কদের প্রতিবাদ

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 4:32 PM IST

Updated : Oct 3, 2023, 4:49 PM IST

বিজেপি বিধায়কদের বিক্ষোভ

কলকাতা, 3 অক্টোবর:রাজ্যে বিভিন্ন সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের অবিলম্বে নিয়োগের দাবিতে বৃষ্টিতে ভিজে, রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা ৷ বিধানসভার বাইরে মঙ্গলবার এই প্রতিবাদে সরব হন বিজেপি বিধায়করা ৷ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পল, শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ, শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ি, মাদারিহাটের বিধায়ক মনোজ টিজ্ঞা প্রমুখ ৷

বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের বকেয়া পাওয়া আদায়ে দিল্লিতে তৃণমূলের বিক্ষোভের এদিন ছিল দ্বিতীয় দিন ৷ যন্তর মন্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এদিন ধর্না কর্মসূচি পালন করছে তৃণমূল ৷ অন্যদিকে, রাজ্যের নিয়োগ দুর্নীতির প্রতিবাদে এদিন বিধানসভার বাইরে সরব হন পদ্ম শিবিরের বিধায়করা ৷ সোমবারও তাঁরা বিধানসভা চত্বরে এই একই ইস্যুতে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা ৷ যদিও এদিনের কর্মসূচিতে বিধায়কদের সংখ্যা গতকালের তুলনায় কম ছিল ৷ বৃষ্টির মধ্যে প্ল্যাকার্ড হাতে রাস্তায় বসে বিক্ষোভ দেখান তাঁরা ৷

বিধায়ক অগ্নিমিত্রা পল এদিন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাঁকে কটাক্ষ করেন। বলেন,"উনি পালিয়ে বেড়াচ্ছেন কেন ? উনি তো আগেই বলেছেন যে ওনার বিরুদ্ধে যদি এক পয়সার দুর্নীতি প্রমাণিত হয় তাহলে উনি ফাঁসি কাঠে ঝুলবেন। ফাঁসিতে আপনাকে ঝুলতে হবে না অভিষেকবাবু। আপনাকে জেলে যেতে হবে যদি আপনার দুর্নীতি প্রমাণ হয়। এই কোর্ট থেকে ওই আদালত, কেন পালিয়ে বেড়াচ্ছেন ? সব জায়গায় রক্ষাকবজের জন্য দৌঁড়ে বেড়াচ্ছেন। এদিকে আপনি বলছেন আপনি কোনও দুর্নীতি করেননি । এখানেই প্রমাণ হয় যে 'ডাল মে কুছ কালা হে '। কালীঘাটের কাকু থেকে কুন্তল ঘোষ সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করছেন কেন? এটা তো প্রমাণ করতে হবে তাঁকে। পালিয়ে কোনও লাভ নেই। বাংলার মানুষের জন্য আদালতে তাঁকে জবাব দিতেই হবে। বাংলার মানুষের জন্য তাঁকে বলতে হবে লিপ্স অ্যান্ড বাউন্ডসে কোটি কোটি টাকা কোথা থেকে ঢুকেছে ? একটা সামান্য কনসালটেন্সি কোম্পানিতে কোটি কোটি টাকা কীভাবে ঢুকতে পারে সেটার জবাব দিতে হবে।"

আরও পড়ুন: 'তদন্ত নিয়ন্ত্রণ করতে চাইছেন বিচারপতি', হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অভিষেক

অন্যদিকে, এদিন দিল্লিতে বিজেপির সদর দফতরে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একশো দিনের কাজ থেকে শুরু করে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ এবং রাজ্যে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি, এইসব নিয়েই সরব হন তিনি। এদিন কৃষিভবনে গিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গেও দেখা করার কথা শুভেন্দুর ৷

Last Updated : Oct 3, 2023, 4:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details