কলকাতা, 12 অক্টোবর: বিজেপির সল্টলেক পার্টি অফিসের সামনে বুধবার বিক্ষোভের যে ছবি দেখা গিয়েছিল, তা বৃহস্পতিবার দেখা গেল মুরলিধর সেন লেনে বিজেপির আদি কার্যালয়ের সামনেও । এ দিন মধ্য কলকাতায় বিজেপি পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখান কর্মী-সমর্থকদের অংশ । 'সেভ ওয়েস্ট বেঙ্গল বিজেপি'-র পক্ষ থেকে এই বিক্ষোভ দেখানো হয় ।
সেখানে বিক্ষোভকারীদের হাতে ছিল একাধিক প্ল্যাকার্ড ৷ দলের একাধিক নেতার পোস্টারও ছিল বিক্ষোভকারীদের হাতে ৷ বিক্ষোভকারীদের দাবি, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর দলের পুরনো কর্মীরা আর সক্রিয় হতে পারছেন না । তাঁদের দলের কোনও কাজ করতে দেওয়া হচ্ছে না । বরং অন্যান্য দল থেকে আসা, বিশেষ করে তৃণমূল থেকে আসা কর্মীদের দল অনেক বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে ।
তাঁরা অবিলম্বে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর অপসারনের দাবি তোলেন । পাশাপাশি পুরনো কর্মীদের দলে আবার সক্রিয় ভূমিকায় নিয়ে আসতে হবে বলে দাবি জানান । রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অমিত মালব্য-সহ জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা ।