কলকাতা, 20 ফেব্রুয়ারি: মতুয়া সমাজকে অপমানের অভিযোগে ক্ষমা চাওয়ার দাবি বিজেপির পশ্চিমবঙ্গ তফসিলি মোর্চার ৷ আজ ধর্মতলা মেট্রো স্টেশনের 5 নম্বর গেটের সামনে একটি প্রতিবাদ সভা করে তারা ৷ সেখানে উপস্থিত ছিলেন বিজেপির তফসিলি বিধায়করাও ৷ উল্লেখ্য, মলাদার গাজোলে একটি জনসভা থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মতুয়া সমাজের উপাস্য হরিচাঁদ ঠাকুরের নাম ভুল উচ্চারণ করার অভিযোগ ওঠে (CM Mamata Banerjees Remark on Matua God) ৷ সেই ঘটনায় মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবিতে সরব হয়েছে বিজেপির তফসিলি মোর্চার রাজ্য সংগঠন ৷
এদিন এই সংগঠনের রাজ্য সভাপতি সুদীপ দাসের নেতৃত্বে ধর্মতলা মেট্রো স্টেশনের 5 নম্বর গেটের সামনে প্রতিবাদ সভা করা হয় ৷ সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মতুয়া এবং সংখ্যালঘুদের নিয়ে ভোট ব্যাংকের রাজনীতির অভিযোগ করেন সুদীপ দাস ৷ তিনি অভিযোগ করেছেন, 2021 বিধানসভা নির্বাচনের পর সবচেয়ে বেশি ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছে তফসিলি জাতি ও উপজাতির মানুষরা ৷ এমনকি 2019 লোকসভা নির্বাচনের পর রাজ্যে হওয়া অধিকাংশ রাজনৈতিক খুনে মৃতদের মধ্যে তফসিলি সমাজের সদস্যদের সংখ্যা বেশি ছিল ৷