কলকাতা, 18 অগস্ট:যাদপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনার প্রতিবাদ করতে গিয়ে ওই বিশ্ববিদ্যালয়ের রূপান্তরকামী এক পড়ুয়াকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে ৷ বৃহস্পতিবারের এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় একটি প্রতিবাদ মিছিল করেন যাদবপুরের পড়ুয়ারা ৷ মিছিলে যোগ দেন অন্যান্য নাগরিক সংগঠনের সদস্যরাও ৷ অভিযোগ, ওই রূপান্তরকামীকে বৃহস্পতিবার রাস্তায় ফেলে বেধড়ক মারে বিজেপি সমর্থকরা ৷ এই ঘটনায় অবশ্য শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধেও অভিযোগের আঙুল উঠেছে ৷
কেন একজন ট্রান্সজেন্ডার মহিলার উপর এভাবে হামলা হল, তা জানতে চেয়ে ও দোষীদের কড়া শাস্তিদের গ্রেফতারির দাবিতে এদিন এই মিছিল হয় ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের সামনে থেকে এই মহামিছিল শুরু করে যাদবপুরের বিভিন্ন সংগঠন । সেই মিছিল পরবর্তীতে ক্যাম্পাস থেকে বেরিয়ে এগিয়ে যায় যাদবপুর থানার দিকে । থানার সামনে মিছিল শেষের পর সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় ৷ এই প্রতিবাদ প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সোসিওলজি বিভাগের এক ছাত্রী শ্রীজাতা বাগচি বলেন, "গতকাল আমাদের বিশ্ববিদ্যালয়ের রূপান্তরকামী ওই মহিলাকে যারা মেরেছেন তাদেরকে খুঁজে বার করে অবিলম্বে যাতে শাস্তি দেওয়া হয় সেই দাবি আমরা তুলছি এবং গোটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস র্যাগিং মুক্ত করার জন্যই আমাদের এই মিছিল ।"