পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Protest at JU: রূপান্তরকামীর উপর হামলার প্রতিবাদে রাস্তায় যাদবপুরের ছাত্র-ছাত্রীরা - jadavpur university

বৃহস্পতিবার যাদবপুরে এক ট্রান্সজেন্ডার মহিলার উপর বিজেপি হামলা চালায় বলে অভিযোগ ৷ এই ঘটনার প্রতিবাদে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা একটি বিক্ষোভ মিছিল করে ৷

ETV Bharat
রূপান্তরকামীর উপর হামলার প্রতিবাদ যাদবপুরে

By

Published : Aug 18, 2023, 10:25 PM IST

রূপান্তরকামীর উপর হামলার প্রতিবাদ

কলকাতা, 18 অগস্ট:যাদপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনার প্রতিবাদ করতে গিয়ে ওই বিশ্ববিদ্যালয়ের রূপান্তরকামী এক পড়ুয়াকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে ৷ বৃহস্পতিবারের এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় একটি প্রতিবাদ মিছিল করেন যাদবপুরের পড়ুয়ারা ৷ মিছিলে যোগ দেন অন্যান্য নাগরিক সংগঠনের সদস্যরাও ৷ অভিযোগ, ওই রূপান্তরকামীকে বৃহস্পতিবার রাস্তায় ফেলে বেধড়ক মারে বিজেপি সমর্থকরা ৷ এই ঘটনায় অবশ্য শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধেও অভিযোগের আঙুল উঠেছে ৷

কেন একজন ট্রান্সজেন্ডার মহিলার উপর এভাবে হামলা হল, তা জানতে চেয়ে ও দোষীদের কড়া শাস্তিদের গ্রেফতারির দাবিতে এদিন এই মিছিল হয় ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের সামনে থেকে এই মহামিছিল শুরু করে যাদবপুরের বিভিন্ন সংগঠন । সেই মিছিল পরবর্তীতে ক্যাম্পাস থেকে বেরিয়ে এগিয়ে যায় যাদবপুর থানার দিকে । থানার সামনে মিছিল শেষের পর সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় ৷ এই প্রতিবাদ প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সোসিওলজি বিভাগের এক ছাত্রী শ্রীজাতা বাগচি বলেন, "গতকাল আমাদের বিশ্ববিদ্যালয়ের রূপান্তরকামী ওই মহিলাকে যারা মেরেছেন তাদেরকে খুঁজে বার করে অবিলম্বে যাতে শাস্তি দেওয়া হয় সেই দাবি আমরা তুলছি এবং গোটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস র‍্যাগিং মুক্ত করার জন্যই আমাদের এই মিছিল ।"

আরও পড়ুন: যাদবপুরের ঘটনা ‘লজ্জাজনক’ ! ব়্যাগিং বন্ধে কড়া আইন তৈরির সওয়াল সৌরভের

গত 9 অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে পড়ে প্রথম বর্ষের এক পড়ুয়ার রহস্য মৃত্যু হয় ৷ ঘটনায় ব়্যাগিংয়ের অভিযোগ উঠেছে ৷ এখনও পর্যন্ত এই ঘটনায় যাদবপুরের 6 প্রাক্তনী ও 6 বর্তমান পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানাতে ওই চত্বরে বিজেপির ধরনা মঞ্চে উপস্থিত হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সেখানেই তাঁকে কালো পতাকার দেখানো হয় বলে অভিযোগ ওঠে রেভলিউশেনারি স্টুডেন্ট ফেডারেশন নামে একটি ছাত্র সংগঠনের বিরুদ্ধে । অভিযোগ, এরপরেই সেখানে উপস্থিত বিজেপি বিরোধী ওই ট্রান্সজেন্ডার মহিলার উপর হামলা চালানো হয় ৷

ABOUT THE AUTHOR

...view details