কলকাতা , 28 মে :ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বৃদ্ধির প্রতিবাদে আজ বিক্ষোভ দেখালেন রাজ্য সরকারি কর্মীরা । রাজ্যের অন্যান্য অফিসের পাশাপাশি আজ দুপুরে টিফিনের সময়ে মহাকরণে প্রতিবাদে সরব হন তাঁরা । মহাকরণের বিভিন্ন ব্লকে তাঁরা স্লোগান দিয়ে প্রতিবাদ করেন ।
বেতন কমিশনের মেয়াদ বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ - west bengal
ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বৃদ্ধির প্রতিবাদে আজ মহাকরণে বিক্ষোভ দেখান সরকারি কর্মীরা । টিফিনের সময়ে মহাকরণে বিক্ষোভে সরব হন তাঁরা ।
![বেতন কমিশনের মেয়াদ বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3408528-961-3408528-1559053937533.jpg)
গতকাল ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার । মেয়াদ 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে । এই বিজ্ঞপ্তি জারির পরেই ক্ষোভে ফেটে পড়েন সরকারি কর্মীরা । মেয়াদ বৃদ্ধির প্রতিবাদে আজ রাজ্যের সমস্ত সরকারি অফিসে টিফিনের সময় বিক্ষোভ দেখান তাঁরা । কো-অর্ডিনেশন কমিটির সম্পাদক (মহাকরণ) সন্দীপ দত্ত ইটিভি ভারতকে বলেন, "আমরা জানতাম সরকারের উদ্দেশ্য ছিল বেতন কমিশনের মেয়াদ বৃদ্ধি করা । তারা সেটাই করল । আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি । আমাদের বিশ্বাস আগামী দিনে আরও কর্মী আমাদের সঙ্গে যোগ দিয়ে প্রতিবাদে শামিল হবেন ।"