কলকাতা, 14 ডিসেম্বর:মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি পেতে কাউন্সিলর নয়, প্রশাসনিক আধিকারিকের দেওয়া সার্টিফিকেটকেই প্রাধান্য দেওয়া হয় ৷ তাহলে সম্পত্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কেন স্থানীয় পৌর প্রতিনিধিকে ডোমিসাইল সার্টিফিকেট (Domicile Certificate) দিতে হবে ? বিএলআরও মিউটেশন (BLRO mutation) নিয়ে এমনই প্রশ্ন তুললেন বেহালার কাউন্সিলর রত্না সুর । অধিবেশনে তিনি প্রস্তাব আনেন যে, বিভিন্ন ব্যক্তিগত সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে সম্পত্তির দাবিদারদের অ্যাফিডেভিটের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হোক (Domicile Certificate in BLRO)। বিএলআরও মিউটেশনের ক্ষেত্রে এই জটিলতা দূর করে পদ্ধতি সহজ করা হোক । এই বিষয়ে মন্ত্রিসভায় (Bengal Cabinet) বিকল্প প্রস্তাব আনা হবে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)৷
বুধবার অধিবেশনে রত্না সুর বলেন, কলকাতা পৌরনিগমের আওতাধীন বিভিন্ন সম্পত্তি হস্তান্তরের সময় সরকারি দলিল, পৌরনিগমের করের বিল থাকার পরেও বিএলআরও মিউটেশনের ক্ষেত্রে স্থানীয় পৌর প্রতিনিধিদের পক্ষে এই সার্টিফিকেট দেওয়া ঝুঁকিপূর্ণ । তাঁর এই বক্তব্যের জবাব দেন মেয়র ফিরহাদ হাকিম ।