কলকাতা, 19 এপ্রিল : সেমেস্টার এগোনোর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর সেই ঘোষণা স্পষ্ট করার দাবি তুলল শিক্ষকমহল । 15 এপ্রিল মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে স্নাতক, স্নাতকোত্তর কোর্স ও ইঞ্জিনিয়ারিং কোর্সের সেমেস্টার নিয়ে ঘোষণা করেছিলেন, " CBCS গাইডলাইন অনুযায়ী একটা করে সেমেস্টার এগিয়ে যাবে । কেবল ফাইনাল সেমেস্টারের পরীক্ষা হবে । সব সেমেস্টার একটা করে এগিয়ে দেওয়া হবে ।" মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় তৈরি হয়েছে সংশয় । উঠছে নানা প্রশ্ন। তাই মুখ্যমন্ত্রীর ঘোষণা স্পষ্ট করার আবেদন জানিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ই-মেল করল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন CUTA।
মুখ্যমন্ত্রীর সেমেস্টার সংক্রান্ত ঘোষণা স্পষ্ট করার দাবি শিক্ষকমহলের - যাদবপুর বিশ্ববিদ্যালয়
মুখ্যমন্ত্রীর ঘোষণায় ধোঁয়াশা, একটি করে সেমেস্টার এগিয়ে যাওয়া কথা স্পষ্ট করার দাবি অধ্যাপকমহলের ।
গতকাল CUTA-র সাধারণ সম্পাদক পার্থিব বসু একটি বিবৃতিতে বলেন, " আমরা জেনেছি, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সাম্প্রতিক লকডাউন উঠে গেলে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তরে কেবলমাত্র চূড়ান্ত সেমেস্টার বা বর্ষের পরীক্ষাই নেওয়া হবে । বাকি একটি করে সেমেস্টার এগিয়ে যাবে । কিন্তু এই এগিয়ে যাবে ঘোষণায় সংশয় তৈরি হয়েছে । আমরা বুঝতে পারছি না যে আদপে চূড়ান্ত সেমেস্টার ছাড়া বাকি সেমেস্টারগুলির পরীক্ষা নেওয়া হবে কি না । নাকি সব ছাত্রকেই পরের সেমেস্টারে উত্তীর্ণ করে দেওয়া হবে । বিভিন্ন জায়গায় নানাধরনের ব্যাখ্যা এই সংশয়কে আরও গভীরতর করেছে । আমরা তাই শিক্ষামন্ত্রীকে অনুরোধ করছি তিনি যেন এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করে ছাত্রসমাজ, অভিভাবক ও শিক্ষকমহলের সংশয় নিরসন করেন ।"
এর পাশাপাশি বিবৃতিতে পার্থিব বসু আরও বলেন, " আমরা মনে করি যে, অ্যাকাডেমিক ক্যালেন্ডারের বা পরীক্ষা ব্যবস্থার কোনও পরিবর্তন জাতীয় স্তরে উচ্চশিক্ষার নিয়ন্ত্রক বা স্বীকৃতি দেওয়ার সংস্থাগুলি যেমন, UGC, AICTE, NCTE-র দেওয়া নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত । অন্যথা ছাত্রছাত্রীদের ভবিষ্যতে সমস্যায় পড়তে হতে পারে। উপরোক্ত কোনও সংস্থাই এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও নির্দেশিকা প্রকাশ করেনি । আমরা আরও মনে করি যে, অ্যাকাডেমিক ক্যালেন্ডারের বা পরীক্ষা ব্যবস্থার রদবদল সংক্রান্ত যে কোনও সিদ্ধান্ত নেওয়ার অধিকার স্বশাসিত বিশ্ববিদ্যালয়গুলির কাছেই থাকা উচিত । বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চরিত্র ও বাস্তবতা, এমনকী একটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ও নানান বাস্তব বাধ্যবাধকতার কথা মাথায় রেখে শিক্ষকদের সঙ্গে ব্যাপক আলোচনাক্রমেই এই সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়া উচিত ।"
একই বক্তব্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন JUTA-রও । তবে, তারা শিক্ষামন্ত্রীকে নয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেই চিঠি দিয়ে তাদের বক্তব্য জানাবে বলে জানা গেছে । JUTA-র সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, " আমাদের বক্তব্য, দু'টো সেমেস্টারের পরীক্ষা একসঙ্গে করা সম্ভব নয় । তার বহু কারণ আছে । পড়ুয়াদের প্রচুর সমস্যা হবে । এছাড়া, একটা বিশ্ববিদ্যালয় অটোনমাস । তারা তাদের পরিস্থিতি বিবেচনা করে নিজেরা সিদ্ধান্ত নেবে । যাদবপুরে অ্যাকাডেমিক কমিটি, শিক্ষক ও পড়ুয়াদের আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে । UGC একটা কমিটি করেছে । সেই কমিটির সুপারিশ এলে তা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে । এতৃ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া যাবে না । বিশ্ববিদ্যালয় একটা অটোনমাস বডি, তারা তাদের মতো ঠিক করবে । আমরা মনেই করি না, মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী কারোরই এখানে বক্তব্য দেওয়া উচিত। বিশ্ববিদ্যালয় নিজের মতো বিবেচনা করবে ।"