কলকাতা, ১৪ মার্চ : অবিলম্বে সপ্তম পে কমিশন চালু করার দাবিতে গতকাল তিন ঘন্টার কর্মবিরতি করল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বামপন্থী অধ্যাপকরা। গতকাল দুপুর ২ টো থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের বারান্দায় অবস্থান করেন তাঁরা। কর্মবিরতি ও এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন JUTA, অল বেঙ্গল ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের যাদবপুর শাখা ও ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের প্রাথমিক শাখার সদস্যরা।
সপ্তম পে কমিশন চালুর পাশাপাশি কর্মসূচি থেকে আরও একটি দাবি তোলেন অধ্যাপকরা। তা হল, ২০১১ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের কোনও কমিটিতে নির্বাচিত প্রতিনিধি নেই। ফলে বিশ্ববিদ্যালয়গুলি বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছে। কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি নিয়ে JUTA-র সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, " এটা শুধু JUTA-র প্রোগ্রাম নয়। এটা JUTA, ABUTA-র যাদবপুর শাখা এবং WBCUTA যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাইমারি চ্যাপ্টার, আমরা এই তিনটে সংগঠন মিলে একসঙ্গে এই প্রোগ্রামটা করছি। এই প্রোগ্রামে আমাদের বেশ কয়েকটা দাবি আছে। তবে, মূলত এক নম্বরে আছে UGC-র যে সপ্তম পে কমিশন যা ভারতবর্ষের সব কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে চালু হয়ে গেছে, বহু স্টেট ইউনিভার্সিটিতেও হয়ে গেছে, আমরা সেটা যত দ্রুত সম্ভব দেওয়ার দাবি জানাচ্ছি। ২০১৭ সালের নভেম্বরে এই পে কমিশন প্রকাশিত হয়েছে। আমরা চাই শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের আইন মেনে নির্বাচিত প্রতিনিধি আনা হোক। যা গত ২০১১ সালের পর থেকেই বন্ধ হয়ে গেছে।"