কলকাতা,22 মে : কে হবে সন্দীপ রায়ের আগামী ফেলুদা পর্বের ফেলু মিত্তির? এই নিয়ে জল্পনা চলছিল অনেকদিন ধরে ৷ ইতিমধ্যেই সব্যসাচী চক্রবর্তী জানিয়েছেন তিনি চান না ফেলুদা হতে ৷ অপর দিকে ব্যোমকেশ হিসাবে পরিচিত আবির চট্টোপাধ্যায় ৷ শাশ্বত শবর হয়ে গিয়েছেন ৷ তাই ক্রমশই জট পাকাচ্ছিল ফেলুদাকে নিয়ে ৷ অবশেষে জানা গিয়েছে, হত্যাপুরীতে ফেলুদার চরিত্রে দেখা যাবে (Producer Changes in Feluda Movie) ইন্দ্রনীল সেনগুপ্তকে ৷
যদিও প্রযোজনা সংস্থা এসভিএফ ইন্দ্রনীল সেনগুপ্তের জন্য কোনওভাবেই আড়াই কোটি টাকা বিনিয়োগ করতে রাজি নয় ৷ এই মতানৈক্যের মধ্যেই পরিচালক সন্দীপ রায় প্রযোজনা সংস্থা এসভিএফের চুক্তি থেকে বেরিয়ে এলেন ৷ বদলে গেল প্রযোজকও ৷ 'হত্যাপুরী'র পরিচালনা, চিত্রনাট্য, সংগীত পরিচালনা সবকিছুর দায়িত্বে এবার সন্দীপ রায় স্বয়ং। সিনেমাটোগ্রাফির দায়িত্বে সৌমিক হালদার । প্রযোজনা করতে পারেন সন্দীপ রায়ের ঘনিষ্ঠ অঞ্জন ঘোষাল ৷