পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Procession for DA: ডিএ মেটানোর দাবিতে বিধানসভা অভিযান, পুলিশের ব্যারিকেডে থামল মিছিল

বকেয়া ডিএ মেটানোর দাবিতে বিধানসভা অভিযান (Procession for DA) ৷ উদ্যোক্তা 12 জুলাই কমিটি ৷ পুলিশের বাধায় গন্তব্যে পৌঁছনোর আগেই থামল মিছিল ৷

Procession for DA stopped by Kolkata Police at Esplanade Area
মিছিল থামল পুলিশের বাধায়

By

Published : Feb 17, 2023, 10:39 PM IST

ডিএ আদায়ে আন্দোলন

কলকাতা, 17 ফেব্রুয়ারি:বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার দাবিতে 12 জুলাই কমিটির ডাকে বিধানসভা অভিযান (Procession for DA) ৷ আর সেই কর্মসূচিতেই বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ৷ পূর্ব ঘোষিত সূচি মেনে শুক্রবার দুপুর 2টো নাগাদ রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয় বিরাট মিছিল ৷ বিভিন্ন শিক্ষক সংগঠনের পাশাপাশি মিছিলে অংশগ্রহণ করেন রাজ্য সরকারের বিভিন্ন দফতরের কর্মী ও আধিকারিকরা ৷ মোট 27 দফা দাবিকে সামনে রেখে এদিনের এই কর্মসূচি পালন করা হয় ৷ তবে, মূল দাবি ছিল দু'টি ৷ প্রথমত, রাজ্য সরকারের কাছ থেকে বকেয়া ডিএ আদায়, এবং দ্বিতীয়ত, সরকারি বিভিন্ন দফতরে যত শূন্যপদ রয়েছে, সেগুলিতে অবিলম্বে নিয়োগ শুরু ৷

এদিনের এই মিছিল শুরু হওয়ার আগেই সুবোধ মল্লিক স্কোয়ারে পৌঁছে যান বাম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷ তিনি জানান, আন্দোলনকারীদের সমর্থন জানাতেই তাঁর এখানে আসা ৷ এদিনের কর্মসূচি চলাকালীন রাস্তায় দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ভাষণও দেন বিকাশরঞ্জন ৷ আন্দোলনকারীদের উদ্বুদ্ধ করেন তিনি ৷ বার্তা দেন আপসহীন লড়াইয়ের ৷ এছাড়াও, এদিনের কর্মসূচির সমর্থনে ধর্মতলায় উপস্থিত ছিলেন সিটু নেতা সুভাষ মুখোপাধ্যায় ও অনাদি সাহু ৷

আরও পড়ুন:ললিপপ চাই না, 3 শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণায় খুশি নন বিক্ষোভকারীরা

এদিকে, মিছিল শুরু হওয়ার আগেই রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে আন্দোলনকারীদের আটকে দেওয়ার পরিকল্পনা করেছিল পুলিশ ৷ সেই মতো প্রথমে ওই এলাকায় ব্যারিকেড দেওয়া হয় ৷ কিন্তু, পরে সেই ব্যারিকেড খুলে দেওয়া হয় ৷ তবে, মিছিল ধর্মতলার দিকে এগিয়ে আসতেই শুরু হয় পুলিশের তৎপরতা ৷ এলিট সিনেমার কাছে ব্যারিকেড দেওয়া হয় ৷ ফলে এখান থেকে আর এগোতে পারেননি মিছিলে অংশগ্রহণকারীরা ৷ ধর্মতলায় পুলিশের পক্ষ থেকে জলকামান-সহ নানা ধরনের প্রতিরোধী আয়োজন করে রাখা হয়েছিল ৷ মোতায়েন ছিল প্রচুর পুলিশ ৷

কিন্তু, আন্দোলনকারীরা এদিন ব্যারিকেড ভেঙে এগিয়ে যাননি ৷ বদলে এলিট সিনেমা হলের কাছেই মিছিল শেষ করা হয় ৷ সেখানে একটি পথসভার আয়োজন করা হয় ৷ সেই পথসভায় আগামী দিনে আন্দোলনের প্রাথমিক রূপরেখা তৈরি করা হয় ৷ প্রসঙ্গত, বকেয়া ডিএ মেটানোর দাবিতে আগামী 21 ফেব্রুয়ারি একদিনের প্রতীকী কর্মবিরতির ডাক দিয়েছে 12 জুলাই কমিটি ৷ এ নিয়ে প্রচার কর্মসূচিও চালানো হবে ৷ অন্যদিকে, একই দাবি-দাওয়া নিয়ে শহিদ মিনারে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা ৷ এদিনের মিছিলে তাঁরাও অংশ নিয়েছিলেন ৷ তাঁরা অবশ্য আগামী 20 এবং 21 ফেব্রুয়ারি দু'দিনের পূর্ণ কর্মবিরতি পালন করবেন ৷

ABOUT THE AUTHOR

...view details