কলকাতা, 19 জুলাই : নবান্নে বৈঠকের পর পূর্ব পশ্চিম মেট্রো প্রকল্পের জট কাটল ৷ বৈঠকের পর নবান্নের তরফে জানানো হয়, বারাসত থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো প্রকল্পের জমি নিয়ে কোনও সমস্যা হবে না ৷ তবে রাস্তা চওড়া হওয়ার কারণে নিউ ব্যারাকপুর পর্যন্ত মেট্রো চলবে মাটির তলা দিয়ে ৷
আজ মেট্রো রেল আধিকারিকদের সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্য সচিব মলয় দে ও স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ৷ বৈঠকে সবকটি মেট্রো প্রকল্প নিয়ে কথা হয় ৷ বিমানবন্দর - গড়িয়া, জোকা - বিবাদী বাগ মেট্রো প্রকল্প রীতিমতো চ্যালেঞ্জের ৷ অপরিসর রাস্তা ছাড়াও জমি সংক্রান্ত সমস্যাও রয়েছে ৷ মাটির উপর দিয়ে মেট্রো চললেও প্রকল্পের কাজ চলার জন্য রাস্তা বন্ধ হবে ৷ একারণেই মাটির তলা দিয়ে মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷