কলকাতা, 29 অগস্ট:বুস্টার ডোজ (COVID Booster Dose) নেওয়ার জন্য সকলকেই প্রায় জোর দেওয়া হচ্ছে। তবে যারা কোভিশিল্ড (Covishield) বা কোভ্যাকসিনের (Covaxin) দু'টি ডোজ নিয়েছেন তাঁদের বুস্টার ডোজ ইতিমধ্যেই দেওয়া হচ্ছে। আর তাতে খুব একটা সমস্যাও দেখা যাচ্ছে না ৷ কিন্তু প্রশ্ন হচ্ছে যারা স্পুটনিক ভি নিয়েছে তাঁদের কীহবে ? তবে কি তাদের জন্য প্রয়োজন ক্রস ভ্যাকসিন ? সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে কেন্দ্র সরকার।
এই নিয়ে বেকায়দায় পড়েছেন আমজনতা। সোনারপুরের এক বাসিন্দা শমীক ঘোষ বলেন, "গতবছর অগস্ট মাসে আমি একটি বেসরকারি হাসপাতাল থেকে স্পুটনিক ভি-এর দু'টো ডোজই নিয়েছিলাম। কিন্তু এখন বুস্টার ডোজের সময় হয়ে গিয়েছে। কিন্তু কোথাও সেই ভ্যাকসিন মিলছে না। ফলে সমস্যায় পড়েছি। এখন ক্রস ভ্যাকসিনের কথা শুনছি। কিন্তু সেটা যদি নিই তবে পরবর্তীকালে কোনও সমস্যা হবে কি না সেটা বুঝতে পারছি না।"