পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এবার কলকাতা পৌরনিগমের করোনার টিকা প্রাপকদের তালিকায় বিভ্রাট - কলকাতা পৌরনিগমে টিকাকরণ

141 জনকে ভ্যাকসিন দেওয়া হয় । কিন্তু দিনের শেষে কতজনকে টিকা দেওয়া হয়েছে তা খতিয়ে দেখতে গিয়ে 171 জনের নাম বেরিয়ে আসে ।

vaccination
vaccination

By

Published : Jun 29, 2021, 10:57 PM IST

কলকাতা, 29 জুন : কলকাতা পৌরনিগমের ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে তৈরি হল বিভ্রাট । আজ কলকাতা পৌরনিগমের উল্টোডাঙায় কমিউনিটি সেন্টার থেকে 141 জনকে ভ্যাকসিন দেওয়া হয় । কিন্তু দিনের শেষে কতজনকে টিকা দেওয়া হয়েছে তা খতিয়ে দেখতে গিয়ে 171 জনের নাম বেরিয়ে আসে । আর এই নিয়েই শুরু হয় বিভ্রাট । বিষয়টি নিয়ে লালবাজার সাইবার সেলে অভিযোগ জানিয়েছে কলকাতা পৌরনিগম ।

30 জনের বাড়তি নাম কোথা থেকে এল তা নিয়ে প্রশ্ন উঠছে কলকাতা পৌরনিগমের অন্দরে । স্থানীয় বরো কো-অর্ডিনেটর অনিন্দ্য রাউতের নজরে আসে বিষয়টি । তিনি সঙ্গে সঙ্গেই পৌঁছে যান ওই কমিউনিটি হলে । সম্পূর্ণ বিষয়টি তিনি কলকাতা পৌরনিগমের সদর দফতরে জানান । কীভাবে বাড়তি 30 জনের নাম নথিভুক্ত হল তা খতিয়ে দেখা হচ্ছে । বিধান শিশু উদ্যানে কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে করোনা টিকা দেওয়া হচ্ছে । এবং উল্টোডাঙা কমিউনিটি সেন্টারে সুপার স্প্রেডারদের করোনার টিকা দেওয়া হচ্ছে ।

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, বিধান শিশু উদ্যান টিকাকরণ সেন্টারের টিকা প্রাপকদের তালিকায় 30 জনের নাম নেই । সেই নাম রয়েছে উল্টোডাঙা কমিউনিটি সেন্টারের টিকাকরণের প্রাপকদের তালিকায় । এর ফলে 141 জনকে টিকা দেওয়া হলেও নাম আসে 171 জনের । কলকাতা পৌরনিগমের অন্য টিকাকরণ সেন্টারগুলোতেও এই ধরনের বিভ্রান্তি নজরে এসেছে । এই বিষয়ে কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ জানিয়েছেন, যান্ত্রিক গোলযোগের জন্যই এই বিভ্রাট তৈরি হয়েছে ।

আরও পড়ুন : Covid Vaccine : ডিসিজিআইয়ের চূড়ান্ত ছাড়পত্র পেল মডার্না

কলকাতা পৌরনিগমের তথ্য হ্যাক হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছেন তিনি । ইতিমধ্যেই কলকাতা পৌরনিগমের আইটি সেলকে বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে । সেইসঙ্গে হেলথ অফিসারদের জানানো হয়েছে ৷ তারা বিষয়টি খতিয়ে দেখছেন । ঘটনাটি ইতিমধ্যেই পুলিশকে জানানো হয়েছে । লালবাজার সাইবার সেলে অভিযোগ জানিয়েছে কলকাতা পৌরনিগম ।

ABOUT THE AUTHOR

...view details