পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TET-এ সফল মামলাকারীদের নথিপত্র যাচাই 7 নভেম্বর, কিন্ত শূন্যপদ কোথায় ? - TET 2014

2018 সালের 3 অক্টোবর বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দেন 2014-র বিজ্ঞপ্তি অনুয়ায়ী 2015 সালে যে TET পরীক্ষা হয়েছিল তাতে 6 টি প্রশ্নের উত্তর ভুল রয়েছে । তার জন্য যে সমস্ত প্রার্থী উত্তর দেওয়ার চেষ্টা করেছেন তাঁদের প্রত্যেককে নম্বর দিতে হবে । এবং যোগ্য বিবেচিত হলে সমস্ত নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তিন মাসের মধ্যে । এরপর অনেক প্রার্থীকে নম্বর দিয়ে উত্তীর্ণ করা হয় । যারা উত্তীর্ণ হন তাঁদের আবার অনলাইন আবেদন করতে বলা হয় । এবার এই আবেদনের পর 7 তারিখ তাঁদের নথি যাচাই করা হবে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে । কিন্তু শূন্যপদের দিকে তাকালে দেখা যাচ্ছে, ST ক্যাটেগরি ছাড়া কোনও জেলাতেই শূন্যপদ সেভাবে নেই । এখন তাহলে যারা অন্যান্য ক্যাটেগরিতে পাশ করেছে তাঁদের কী হবে? এই প্রশ্ন তুলেই অনেক চাকরিপ্রার্থী ফের হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছে ।

ফাইল ফোটো

By

Published : Nov 5, 2019, 5:02 AM IST

Updated : Nov 5, 2019, 6:54 AM IST

কলকাতা, 5 নভেম্বর : 2014 সালের TET পরীক্ষায় প্রশ্নভুল মামলায় সম্প্রতি নতুন করে 130 জনকে উত্তীর্ণ ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ । হাইকোর্টের নির্দেশ মত ওই প্রার্থীদেরকে পর্ষদ অনলাইনে ফর্ম ফিলাপ করার নির্দেশ দিয়েছিল । যার পরিপ্রেক্ষিতে আগামী 7 নভেম্বর তাঁদের ডাকা হয়েছে নথিপত্র যাচাইয়ের জন্য । কিন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক বিভিন্ন জেলা ভিত্তিক শুন্যপদের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে জেনেরাল, OBC ও SC ক্যাটেগরিতে গোটা রাজ্যের কোনও জেলাতেই প্রায় শুন্যপদ নেই । শুধুমাত্র ST-দের জন্যই শুন্যপদ রয়েছে । অথচ মামলাকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে তাঁরা বেশিরভাগই জেনেরাল ও OBC ক্যাটেগরির প্রার্থী ।

এই ব্যাপারে প্রার্থীদের তরফে আইনজীবী আলি আহসান আলমগীর জানালেন, "অত্যন্ত উদ্বেগের মধ্যে রয়েছে প্রার্থীরা । কারন এই পরিস্থিতি হলে চাকরি পাবে না তাঁরা । অথচ মামলা চলাকালীন বোর্ড কিন্ত কখনওই একবারও বলেনি যে শুন্যপদ নেই । এমন কি আবেদনের সময়ও পর্ষদ জানায়নি শুন্যপদ নেই । এখন সবকিছুর পর দেখা যাচ্ছে আদতে কোনও শুন্যপদই নেই (জেনেরাল ও OBC) । এই অবস্থায় পর্ষদ কী করে সেই দিকে তাকিয়ে আছি আমরা । প্রয়োজনে আবার কোর্টের দ্বারস্থ হতে হবে ।"

2018 সালের 3 অক্টোবর বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দেন 2014-র বিজ্ঞপ্তি অনুয়ায়ী 2015 সালে যে TET পরীক্ষা হয়েছিল তাতে 6 টি প্রশ্নের উত্তর ভুল রয়েছে । তার জন্য যে সমস্ত প্রার্থী উত্তর দেওয়ার চেষ্টা করেছেন তাঁদের প্রত্যেককে নম্বর দিতে হবে । এবং যোগ্য বিবেচিত হলে সমস্ত নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তিন মাসের মধ্যে । কয়েকশো চাকরিপ্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন । এরপর মামলা গড়ায় ডিভিশন বেঞ্চে, সেখান থেকে সুপ্রিমকোর্ট । আবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফেরত আসে মামলাটি নিস্পত্তির জন্য । হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায় সিঙ্গল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল সেটার উপর কোনও স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না । খারিজ হয়ে যায় রাজ্যের আর্জি । এরপর একাধিক প্রার্থী সিঙ্গল বেঞ্চে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের কাছে আবেদন জানান প্রাথমিক শিক্ষা পর্ষদ তাঁর নির্দেশ মানছে না । যাতে অত্যন্ত ক্ষুব্ধ বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় পর্ষদের সচিবের বিরুদ্ধে রুল জারি করেন । স্বশরীরে প্রাথমিক শিক্ষা সচিবকে 19 সেপ্টেম্বর তলব করেন তিনি । সচিব হাইকোর্টে এসে জানান উত্তীর্ণ প্রার্থীদের তালিকা তৈরির কাজ চলছে । তারপরও মামলার পুরোপুরি নিষ্পত্তি হয়নি । কারন প্রার্থীদের তরফে দাবি ছিল, "হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তাতে বলা হয়েছিল লেখার চেষ্টা করলেই নম্বর দিতে হবে । কিন্ত প্রাইমারি শিক্ষা পর্ষদ সেটা করেনি । এর জন্য অনেকেই অনুত্তীর্ণ হয়েছেন । এই জায়গাটাতে গলদ রয়েছে । কোর্টকে সেটা জানানো হয়েছে ।" বিচারপতি এই ব্যাপারে হলফনামা দিয়ে জানাতে বলেছেন । আগামী 15 নভেম্বর সেই সংক্রান্ত শুনানিও রয়েছে ।

Last Updated : Nov 5, 2019, 6:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details