কলকাতা, 2 অগস্ট: দীর্ঘদিন খালি থাকার পর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নয়া সচিবের জন্য নির্দেশিকা জারি করল শিক্ষা দফতর ৷ সেই নির্দেশিকা অনুযায়ী নয়া সচিব হলেন প্রিয়দর্শিনী মল্লিক ৷ তিনি বর্তমানে আশুতোষ কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছেন ৷ আগামী তিন বছরের জন্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নয়া সচিবের দায়িত্ব পালন করবেন তিনি ৷ প্রিয়দর্শনী মল্লিক সম্পর্কে রাজ্যের বনমন্ত্রী তথা উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে ৷ ফলে এই নিয়োগ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ দীর্ঘদিন ধরে ফাঁকা ছিল ৷ শিক্ষা সংসদের ওএসডি এতদিন সচিব পদের অতিরিক্ত দায়িত্ব সমালাচ্ছিলেন ৷ নতুন করে সচিব নিয়োগ হওয়ায়, তিনি এই দায়িত্ব থেকে সরে যাবেন ৷ গত 31 জুলাই অর্থাৎ, সোমবার তাঁর নিয়োগ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে শিক্ষা দফতরের তরফে ৷ তবে, প্রিয়দর্শনী মল্লিকের নিয়োগ ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে ৷ এর পিছনে অবশ্য বেশ কিছু কারণও রয়েছে ৷
প্রথম কারণ তিনি রাজ্যের প্রভাবশালী এক মন্ত্রীর মেয়ে ৷ তাই তাঁর নিয়োগে কোনও রাজনৈতিক প্রভাব রয়েছে কি না, সেই প্রশ্নও উঠছে ৷ কিন্তু, জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী মণিদীপা মল্লিক এবং মেয়ে প্রিয়দর্শনী মল্লিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও রয়েছে ৷ 2021 সালে বিজেপির তরফে এই অভিযোগ তোলা হয়েছিল ৷ তাও এক বা দু’কোটি নয় ৷ প্রায় 5129 কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ তোলা হয় বিজেপির তরফে ৷ বিজেপি নেতৃত্ব তাদের অভিযোগের প্রেক্ষিতে ব্যাংক স্টেটমেন্ট-সহ বেশ কিছু নথিও তুলে ধরেছিল ৷ ক্ষমতার অপব্যবহার করে জ্যোতিপ্রিয় মল্লিক এবং তাঁর পরিবারের সদস্যরা এই তছরুপ করেছিলেন বলে অভিযোগ করে রাজ্যের বিরোধী দল ৷