কলকাতা, 17 ফেব্রুয়ারি: অবশেষে রাজ্য বিধানসভায় পাস হয়ে গেল আদিবাসীদের ধর্ম সারি ও সারনাকে (Adivasi Sari and Sarna Religion) নিয়ে বেসরকারি প্রস্তাব । শুক্রবার রাজ্য বিধানসভায় একটি বেসরকারি প্রস্তাব (Private Member Bill) নিয়ে আসেন বিধায়ক রাজীব লোচন সরেন, পরেশ মুর্মু ও মৃত্যুঞ্জয় মুর্মু ।
এই প্রস্তাবে বলা হয়, আদিবাসী জনজাতি গোষ্ঠী প্রকৃতিকে দেবতা মনে করে পুজো করে ও শ্রদ্ধাজ্ঞাপন করে, এখনও পর্যন্ত তাদের পৃথক জনজাতি সত্তাকে কেন্দ্রীয় সরকার স্বীকৃতি দেয়নি । বর্তমান আদমশুমারিতে বিভিন্ন ধর্মীয় জনজাতি গোষ্ঠীকে স্বীকৃতি দেওয়া হলেও আজ অবধি আদিবাসী জনজাতি গোষ্ঠী কোনও স্বীকৃতি পায়নি এবং সারি ধর্ম ও সারনা ধর্মকে এখনও কেন্দ্রীয় সরকারের আসন্ন জনগণনাতে কোনও স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা নেই । তাই যাতে তাদের পৃথক ধর্মীয় সত্তার অস্তিত্ব উপলব্ধি করা যায়, সেই কারণে এই আদিবাসী জনজাতির অস্তিত্বকে আসন্ন জনগণনাতে তাদের ধর্মীয় সত্তাকে অবিলম্বে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করা হোক ।
প্রসঙ্গত এদিনের এই প্রস্তাবের ওপর আলোচনায় শাসকদলের তরফে বক্তব্য রাখেন রাজীব লোচন সরেন, মন্ত্রী বীরবাহা হাঁসদা, মন্ত্রী সন্ধ্যারানি টুডু, মন্ত্রী বুলুচিক বড়াইক, বিধায়ক দুলাল মুর্মু ও পরেশ মুর্মু । বিজেপির তরফ থেকে বক্তব্য রাখেন বুধরাই টুডু, কমলাকান্ত হাঁসদা ও মনোজ টিগ্গা ।
এদিন এই প্রস্তাব সম্পর্কে বলতে গিয়ে বিজেপির (BJP) মুখ্য সচেতক মনোজ টিগ্গা বলেছেন, ‘‘রাজ্য সরকারের তরফ থেকে এই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে ভালো কথা ৷ কিন্তু একে স্বীকৃতি দেওয়ার আগে আরও বিস্তৃত আলোচনার প্রয়োজন রয়েছে ৷ আদিবাসী মানে শুধু ওঁরাও, মুন্ডা বা সাঁওতাল নয় । আদিবাসীদের নিয়ে একটা বৃহত্তর সার্কেল রয়েছে । এটা অনেক বড় বিষয় । সঙ্গে বিহার ঝাড়খণ্ড-সহ একাধিক রাজ্য জড়িয়ে রয়েছে ।’’