পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিনামূল্যে করোনা টিকা চান বেসরকারি বাসকর্মীরা - করোনা টিকার আর্জি আর্জি বেসরকারি বাসকর্মীদের

আগেরবার ঘোষণা হয়েও স্বাস্থ্যসাথীর সুবিধা পাওয়া হয়ে ওঠেনি ৷ এবার তাঁরা করোনার টিকাকরণ চান ৷ দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলাতে বন্ধ করা হয়েছে ট্রেন ৷ যাত্রীর চাপ সামলাতে হচ্ছে বাসকর্মীদেরই ৷ তাই সংক্রামিত হবার আশঙ্কাও তাঁদের অনেক বেশি ৷ এই পরিস্থিতিতে বেসরকারি বাসকর্মীদের করোনা যোদ্ধা বলে স্বীকৃতি দেওয়া হয়েছে ৷ এবার বিনামূল্যে করোনার টিকার আর্জি জানিয়েছেন তাঁরা ৷

করোনা টিকার আর্জি আর্জি বেসরকারি বাসকর্মীদের ৷
করোনা টিকার আর্জি আর্জি বেসরকারি বাসকর্মীদের ৷

By

Published : May 8, 2021, 11:01 PM IST

কলকাতা, 8 মে: এবার বেসরকারি বাস কর্মীদেরও করোনা যোদ্ধা বলে স্বীকৃতি দেওয়া হল । বিনামূল্যে তাঁদেরও দেওয়া হবে বিনামূল্যে করোনা টিকা । তবে একাংশের বাস মালিক সংগঠনের মতে, আগের বার বেসরকারি বাসকর্মীদের স্বাথ্যসাথীর আওতায় আনা হবে ঘোষণা করা হয় ৷ কিন্তু তারপরে সেই বিষয় আজও কোনও কথা আর এগোয়নি ৷

লকডাউনের পর যান চলাচল স্বাভাবিক হয়েছে ৷ বেসরকারি বাস চলাচল শুরু হতেই আবারও বেড়েছে যাত্রীর চাপ ৷ আবারও গাদাগাদি করে বাসগুলিতে ভিড় হওয়া শুরু হয় । করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ । রাজ্যে করোনা সংক্রমণকে আটকাতে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে লোকাল ট্রেন । তবে বাসের ক্ষেত্রে বাসকর্মীরা প্রতিদিন হাজার হাজার মানুষের সংস্পর্শে আসছেন । সারাদিন ধরে টাকা-পয়সার লেনদেনও চলছে হাতে হাতেই । তাই তাঁদের সংক্রমিত হওয়ার আশঙ্কাও থাকে অনেক বেশি ৷ তাই এবার একাধিক বেসরকারি মালিক সংগঠনের পক্ষ থেকে বাসকর্মীদের করোনা যোদ্ধা বলে স্বীকৃতি দিয়ে তাঁদের টিকাকরণের ব্যবস্থা করার দাবি উঠেছিল । এবার সেই দাবিকে মান্যতা দিয়েই সম্প্রতি সরকারিভাবে এই ঘোষণা করা হয় ৷

অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, "সরকারের এই স্বীকৃতিকে আমরা স্বাগত জানাই । স্বাস্থ্য দফতর থেকে পরিবহণ দফতরে বিষয়টি জানানো হয়েছে । পরিবহণ দফতর থেকে সবক'টি আরটিও এবং এআরটিওদেরও বিষয়টি জানানো হয়েছে । আরটিওগুলি আমাদের টিকা দেওয়া হবে এমন ব্যক্তিদের নামের একটি তালিকা পাঠাতে নির্দেশ দিয়েছে । আমরা ডিস্ট্রিক্ট ও সাব ডিভিশন ও রুট কমিটিগুলির সংগঠকদের দ্রুত নামের তালিকা জমা করতে বলেছি । একটি প্রফর্মা বা ফরমেট দেওয়া হয়েছে সেই ফরম্যাটেই জমা করতে হবে নাম ।"

রাহুল চট্টোপাধ্যায় আরও বলেন, "আগের বার বাসকর্মীদের স্বাস্থ্যসাথীর আওতায় আনার কথা বলা হয়েছিল ৷ সেই অনুযায়ী নামের তালিকা জমা দেওয়া হয় ৷ কিন্তু তারপর আর কথা এগোয়নি ৷ তবে এবার সত্যিই আশা করব যেন বেসরকারি বাসের কর্মীদের এই টিকা বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করা হয় ।"

আরও পড়ুন: আরও ভয়ঙ্কর করোনা, চলতি বছরে সর্বোচ্চ দৈনিক মৃত্যু রাজ্যে


স্বাস্থ্যসাথী নিয়ে আবার ওয়েস্টবেঙ্গল বাস অ্যান্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রদীপ নারায়ণ বসু বলেন, "আগের বার বেসরকারি বাসকর্মীরা স্বাস্থ্যসাথীর আওতায় যে আসতে পারেননি তাতে কিছুটা গাফিলতি আমাদেরই । কারণ আমরা সময়মতো পূর্ণাঙ্গ নামের তালিকা পাঠিয়ে উঠতে পারিনি । তবে এবার সেই ত্রুটি সংশোধন করে নেব আমরা ।"

আরও পড়ুন: চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে তৈরি হচ্ছে 100 বেডের কোভিড ইউনিট

ABOUT THE AUTHOR

...view details