কলকাতা, 8 মে: এবার বেসরকারি বাস কর্মীদেরও করোনা যোদ্ধা বলে স্বীকৃতি দেওয়া হল । বিনামূল্যে তাঁদেরও দেওয়া হবে বিনামূল্যে করোনা টিকা । তবে একাংশের বাস মালিক সংগঠনের মতে, আগের বার বেসরকারি বাসকর্মীদের স্বাথ্যসাথীর আওতায় আনা হবে ঘোষণা করা হয় ৷ কিন্তু তারপরে সেই বিষয় আজও কোনও কথা আর এগোয়নি ৷
লকডাউনের পর যান চলাচল স্বাভাবিক হয়েছে ৷ বেসরকারি বাস চলাচল শুরু হতেই আবারও বেড়েছে যাত্রীর চাপ ৷ আবারও গাদাগাদি করে বাসগুলিতে ভিড় হওয়া শুরু হয় । করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ । রাজ্যে করোনা সংক্রমণকে আটকাতে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে লোকাল ট্রেন । তবে বাসের ক্ষেত্রে বাসকর্মীরা প্রতিদিন হাজার হাজার মানুষের সংস্পর্শে আসছেন । সারাদিন ধরে টাকা-পয়সার লেনদেনও চলছে হাতে হাতেই । তাই তাঁদের সংক্রমিত হওয়ার আশঙ্কাও থাকে অনেক বেশি ৷ তাই এবার একাধিক বেসরকারি মালিক সংগঠনের পক্ষ থেকে বাসকর্মীদের করোনা যোদ্ধা বলে স্বীকৃতি দিয়ে তাঁদের টিকাকরণের ব্যবস্থা করার দাবি উঠেছিল । এবার সেই দাবিকে মান্যতা দিয়েই সম্প্রতি সরকারিভাবে এই ঘোষণা করা হয় ৷
অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, "সরকারের এই স্বীকৃতিকে আমরা স্বাগত জানাই । স্বাস্থ্য দফতর থেকে পরিবহণ দফতরে বিষয়টি জানানো হয়েছে । পরিবহণ দফতর থেকে সবক'টি আরটিও এবং এআরটিওদেরও বিষয়টি জানানো হয়েছে । আরটিওগুলি আমাদের টিকা দেওয়া হবে এমন ব্যক্তিদের নামের একটি তালিকা পাঠাতে নির্দেশ দিয়েছে । আমরা ডিস্ট্রিক্ট ও সাব ডিভিশন ও রুট কমিটিগুলির সংগঠকদের দ্রুত নামের তালিকা জমা করতে বলেছি । একটি প্রফর্মা বা ফরমেট দেওয়া হয়েছে সেই ফরম্যাটেই জমা করতে হবে নাম ।"