কলকাতা, 15 মার্চ : আবার বাড়ল জ্বালানির দাম । এর ফলে সমস্যার মুখে রাজ্যের বেসরকারি বাস মালিকরা । দফায় দফায় কেন্দ্রের জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে তাই এবার বেসরকারি বাস মালিকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হবে বলে জানিয়েছেন ।
ভাড়া বৃদ্ধির দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত বেসরকারি বাস সংগঠনের - কলকাতা
দফায় দফায় জ্বালানির দাম বৃদ্ধি পেলেও 2018-র পর আর বাড়ানো হয়নি বাসের ভাড়া ৷ তাই কেন্দ্রের জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে এবার বেসরকারি বাস মালিকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হবে বলে জানিয়েছেন ।
আজ জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের তরফে জানানো হয় যে, ডিজ়েল ও পেট্রোলের বর্ধিত দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়াতে হবে বাস ভাড়া । সংগঠনের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, "এর আগেও কেন্দ্রীয় সরকার অনেকবার তেলের দাম বাড়িয়েছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা পরিবহন মন্ত্রককে বাসের ভাড়া বৃদ্ধির কথা বারবার জানানো হয়েছে । যেভাবে বিভিন্ন কর ছাপানো হচ্ছে, তার সঙ্গে দোসর হয়েছে তেলের দাম ৷ এর ফলে ঢুকছে বেসরকারি পরিবহন শিল্প । আমাদের পক্ষে বাস চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ছে ।"
তপনবাবু আরও বলেন, "কেন্দ্রীয় সরকারের অনৈতিকভাবে ডিজ়েল ও পেট্রোলের দাম বৃদ্ধির ফলে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে বাস মালিকদের । এর সঙ্গে রয়েছে মোটর ভেহিকেলসের অনৈতিক ফিজ় বৃদ্ধি ও আরও অন্যান্য কর ।" প্রসঙ্গত, 2018 সালে বাসের ভাড়া শেষ বারের মত 1 টাকা বৃদ্ধি হয় । তারপর কেন্দ্রীয় সরকার বারবার জ্বালানির দাম বাড়ালেও বাসের ভাড়া বাড়েনি ।