কলকাতা, 8 নভেম্বর: চলতি বছরের এপ্রিল মাসে পাঁচটি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি (CNG) বাস নিয়ে উল্টোডাঙা থেকে সাপুরজি পর্যন্ত শুরু হয়ে পরিষেবা । মালিকপক্ষের আসা ছিল যে ব্যবসার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে তাঁদের । লক্ষ্মীলাভও হবে । তবে রাজ্যে সিএনজি-র দুর্বল পরিকাঠামো এবং গ্যাসের চড়া দাম, পরিষেবা বজায় রাখার বিষয় নিয়ে চিন্তায় ফেলেছে তাঁদের । স্বাভাবিক ভাবেই প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা ৷ তাঁদের প্রশ্ন, অন্যান্য শহরে রমরমিয়ে সিএনজি চালিত যানবাহন চললেও পিছিয়ে কেন বাংলা ?
শহরকে দূষণমুক্ত করতে এবং পেট্রল (Petrol) ও ডিজেলের (Diesel) মুখাপেক্ষী না থেকে সিএনজি বাসের (CNG Bus Service) পরিষেবার উপর লাগাতার জোর দিচ্ছে রাজ্য পরিবহণ দফতর । এই বিষয়ে বিভিন্ন ছাড়ও দেওয়া হয়েছে । তাই এই বছরের এপ্রিল মাসে বেসরকারি বাস মালিক পক্ষ পাঁচটি শীতাতপ নিয়ন্ত্রিত সিএনজি বাস নিয়ে শুরু করে পরিষেবা । রুট হল উল্টোডাঙা-হাডকো মোড়-সিএ আইল্যান্ড-বিকাশ ভবন-করুণাময়ী-এসডিএফ মোড়-টেকনোপলিশ-নিউটাউন-নারকেল বাগান-আলিয়া বিশ্ববিদ্যালয়-সাপুরজি ।
বেসরকারি বাস সংগঠন সিটি সাবার্বান বাস সার্ভিসের উদ্যোগে সিএনজি চালিত এসি বাস পথে নামে । পরিষেবা শুরু করার সময় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে প্রাথমিকভাবে ডিজেলে চালানোর কথা ভাবা হলেও পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য বাসগুলি সিএনজি-তে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় ।
সংগঠনের সাধারণ সম্পাদক টিটু সাহা বলেন, "এই বছরের এপ্রিল মাসে আমরা যখন এই বাসগুলি পথে নামাই তখন সিএনজি-র দাম ছিল 62 টাকা প্রতি কেজি । বর্তমানে সেই দাম দিয়ে দাঁড়িয়েছে 89.25 টাকায় । শুরুর দিকে বাস চালিয়ে কিছুটা লাভ হলেও এখন একেবারেই লোকসানে চলছে সিএনজি বাস পরিষেবা । পাশাপাশি ট্যাঙ্ক থেকে গ্যাস ভরার সময় যে নির্দিষ্ট প্রেশারে গ্যাস ভরা হয়, তাও কম । তাই যেই টাকা দিচ্ছি সেই পরিমাণে গ্যাস পাচ্ছি না । যদিও সম্প্রতি বর্তমান পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর হস্তক্ষেপে কিছুটা বাড়ানো গিয়েছে প্রেশার । তাই সমস্যা কিছুটা হলেও সুরাহা হয়েছে ।"
তিনি আরও বলেন, "সরকার ভাড়া বৃদ্ধি নিয়ে নিজের অবস্থানে অনড় । অন্যদিকে এই বাসগুলো ইএমআই-তে কেনা বলে রাতারাতি পরিষেবা বন্ধ করে দেওয়াও অসম্ভব । সবমিলিয়ে আমরা একটা দোলাচলের মধ্যে রয়েছি । আয়ের থেকে ব্যয় অনেকটাই বেড়ে গিয়েছে ।"