কলকাতা, 22 অক্টোবর : রাজ্য সরকার বাণিজ্যিক গাড়িগুলির বিমার টাকা মকুবের সুপারিশ করে ইনসিওরেন্স রেগুলেটরি এণ্ড ডেভেলপমেন্ট অথরিটিকে চিঠি পাঠানো সত্ত্বেও এখনও বিমা সংস্থাগুলি টাকা মকুব করছে না । এর বিরোধিতা করে এবার আদালতে যাওয়ার সিদ্ধান্তের কথা জানাল বেসরকারি বাস মালিকরা । করোনা প্যানডেমিক পরিস্থিতিতে চলতি বছরে রাজ্যে 46 দিনের বেশি লকডাউন চলেছে । সেই সময় বাণিজ্যিক গাড়িগুলি পথে নামেনি । এরপর লকডাউন উঠে গেলে ধীরে ধীরে পথে নামতে থাকে বেসরকারি বাস ও মিনিবাস । মোটর ভেহিকেলস অ্যাক্ট অনুযায়ী যদি কোনও গাড়ি 60 দিন পরিষেবা না দেয় তাহলে সেই গাড়ির ক্ষেত্রে বীমার টাকা মকুব করা হয় । তবে সেক্ষেত্রে রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস থেকে একটি 'নো ইউজ সার্টিফিকেট' নিতে হয় । সেই সার্টিফিকেটের ভিত্তিতে ছাড় দেওয়া হয় বিমায় ।
ওয়েস্ট বেঙ্গল বাস অ্য়ান্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রদীপনারায়ণ বসু বলেন, "প্রথমে বাস মালিকপক্ষ প্রধানমন্ত্রী সহ আইআরডিএকে চিঠি পাঠায় । সেই চিঠির কোনও উত্তর না আসায় আমরা পরিবহন সচিবের দ্বারস্থ হই । তিনিও বিষয়টি বিবেচনা করে আইআরডিএকে মকুবের কথা জানিয়ে চিঠি পাঠান । সেই চিঠিরও কোনও উত্তর আসেনি বলেই জেনেছি । আগামী মাসের 5 তারিখ কোর্ট খুলছে । তাই এই সময়ের মধ্যে কোনও ইতিবাচক সিদ্ধান্ত না হলে আমরা কোর্টে একটি জনস্বার্থ মামলা করব ।"