পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাড়া বাড়ানোর দাবিতে পথে 6টি বাস শ্রমিক সংগঠন - কলকাতায় বাসের ভাড়া

দূরত্ব অনুযায়ী নতুন ভাড়াক্রম তৈরির দাবিও তুলেছে বাস শ্রমিক সংগঠগুলি ৷ সংগঠনগুলির দাবি, 0-4 কিলোমিটার পর্যন্ত 9 টাকা, 4-8 কিলোমিটার পর্যন্ত 10 টাকা, 8-12 কিলোমিটার পর্যন্ত 11 টাকা ও 12- 16 কিলোমিটার পর্যন্ত 12 টাকা ধার্য করা হোক ।

bus
বাস

By

Published : Feb 6, 2020, 5:47 AM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি : বাসের ভাড়া বৃদ্ধিসহ একাধিক দাবি নিয়ে পথে নামল ছয়টি বাস শ্রমিক সংগঠন ৷ জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট ছাড়াও আরও পাঁচটি সংগঠন পথে নামে ৷ বাস শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, পেট্রল, ডিজ়েলের দাম বেড়েছে ৷ বেড়েছে বাস চালানোর খরচও ৷ কিন্তু সেই হারে বাসের ভাড়া বাড়েনি ৷ ফলে বাস শ্রমিকরা বিপাকে পড়েছেন ৷

জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সহসম্পাদক টিটু সাহা বলেন, "কেন্দ্রীয় সরকার ডিজ়েলের উপর স্থায়ীভাবে সেস বৃদ্ধি করেছে ৷ দাম বেড়েছে যন্ত্রাংশেরও ৷ ফলে বাস চালানোর খরচ বেড়েছে ৷ অথচ ভাড়া বাড়ানো হয়নি ৷" দূরত্ব অনুযায়ী নতুন ভাড়াক্রম তৈরির দাবিও তুলেছে বাস শ্রমিক সংগঠগুলি ৷ সংগঠনগুলির দাবি, 0-4 কিলোমিটার পর্যন্ত 9 টাকা, 4-8 কিলোমিটার পর্যন্ত 10 টাকা, 8-12 কিলোমিটার পর্যন্ত 11 টাকা ও 12- 16 কিলোমিটার পর্যন্ত 12 টাকা ধার্য করা হোক ।

ভাড়া বাড়ানোর দাবিতে বাস শ্রমিকদের মিছিল

টিটু সাহা জানান, ভাড়া বাড়ানোর দাবি তাঁরা রাজ্য পরিবহন দপ্তরের কাছে রেখেছেন ৷ পরিবহন সচিব নারায়ণ স্বরূপ নিগম তাঁদের আশ্বাস দিয়েছেন, তিনি বিষয়টি পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানাবেন ও শ্রমিকদের সুবিধে-অসুবিধের দিকটিও মন্ত্রীর কাছে তুলে ধরবেন ৷

ABOUT THE AUTHOR

...view details