কলকাতা, 16 ডিসেম্বর: কলকাতা মেডিক্যাল কলেজে পড়ুয়াদের (Students of Kolkata Medical College) নির্বাচনের দাবি ঘিরে শুক্রবার ফের কলেজ কাউন্সিল বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ-সহ কলেজ কাউন্সিলের সকল সদস্যরা ৷ এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পড়ুয়ারাও। কিন্তু বৈঠকের মাঝে উত্তপ্ত বাক্য-বিনিময়ের কারণে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার-সহ কলেজের বিভিন্ন বিভাগীয় প্রধানরা ৷ এমনটাই জানানো হয়েছে ছাত্র প্রতিনিধিদের তরফে ৷
অনুমান করা হয়েছিল এদিনের এই বৈঠক থেকে উঠে আসতে পারে কোনও রফাসূত্র। কিন্তু বাস্তবে তা অধরাই রইল ৷ দুপুর সাড়ে তিনটের সময় কলেজ কাউন্সিলের বৈঠক শুরু হয়। হাসপাতাল সূত্রে খবর, মিটিং চলাকালীন উত্তপ্ত বাক্য বিনিময় হয় দু'পক্ষের মধ্যে। ছাত্র প্রতিনিধিদের তরফে বলা হয় অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কারণে অপমানিত হয়ে বৈঠক ত্যাগ করেছেন (Principal Leaves Meeting in Midway) প্রিন্সিপাল ও সুপার-সহ বাকি বিভাগীয় প্রধানরা।