পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বুলবুলের জন্য 7 জেলায় স্কুল ছুটি, খোলা হচ্ছে কন্ট্রোল রুম - news on BUlbul

বুলবুলের জন্য উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করল স্কুল শিক্ষা দপ্তর ।

ফাইল ফোটো

By

Published : Nov 8, 2019, 8:02 PM IST

Updated : Nov 8, 2019, 10:05 PM IST

কলকাতা, 8 নভেম্বর : ধেয়ে আসছে বুলবুল । এই মুহূর্তে পূর্ব-মধ্য ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি । বুলবুলের অভিমুখ রয়েছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে । আবহাওয়া অফিস সূত্রে খবর এমনটাই । যার জেরে নবান্নের তরফে নেওয়া হয়েছে বিশেষ সর্তকতা । প্রতিটি জেলার সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখছে রাজ্য সরকারের সচিবালয়ের কর্মীরা । পাশাপাশি কাল সকাল থেকে 48 ঘণ্টার জন্য খোলা হচ্ছে কন্ট্রোল রুম । স্কুল শিক্ষা দপ্তরের তরফে সাতটি জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে ।

আবহাওয়া অফিস জানাচ্ছে, বুলবুল ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে । ঘূর্ণিঝড় বুলবুলের অভিমুখ রয়েছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে । এই মুহূর্তে কলকাতা থেকে 600 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় । বাংলাদেশ উপকূল থেকে রয়েছে 400 কিলোমিটার দক্ষিণে । আগামী 24 ঘণ্টায় বুলবুল আরও ঘণীভূত হয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে । এজন্য ইতিমধ্যেই ফিরিয়ে আনা হয়েছে মৎস্যজীবীদের । দিঘা, তাজপুর, বকখালির মত সমুদ্র সৈকতগুলিকে পর্যটক শূন্য করতে বলা হয়েছে । সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের । বুলবুলের প্রভাব যে জেলাগুলিতে পড়বে সেখানকার প্রশাসনকে অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে । তৈরি রাখা হচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ।

আগামীকাল সকাল থেকেই কাজ শুরু করবে বিশেষ কন্ট্রোল রুম । 48 ঘণ্টার জন্য এই কন্ট্রোল রুম খোলা হয়েছে । দিবারাত্র প্রতি মুহূর্তের খবর নবান্নে আসবে এই কন্ট্রোল রুমের মাধ্যমেই ।

স্কুল শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি
Last Updated : Nov 8, 2019, 10:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details