দিল্লি ও কলকাতা, 15 নভেম্বর : 85 বছর বয়সে কলকাতার বেলভিউ হাসপাতালে প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ৷ আজ বেলা 12টা 15 মিনিট নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷
বাংলা হরফে টুইট করে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটে তিনি লেখেন, ‘‘শ্রী সৌমিত্র চট্টোপাধায়ের প্রয়াণ চলচ্চিত্র জগত, পশ্চিমবঙ্গ সহ ভারতের সাংস্কৃতিক পরিমণ্ডলে এক অপূরণীয় ক্ষতি । তাঁর কাজের মধ্যে বাঙালির চেতনা, ভাবাবেগ ও নৈতিকতার প্রতিফলন পাওয়া যায় । তাঁর প্রয়াণে আমি শোকাহত । শ্রী চট্টোপাধ্যায়ের পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই । ওঁ শান্তি ।’’
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন ৷ টুইটে তিনিও বাংলায় লিখেছেন, ‘‘কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যু সংবাদ পেয়ে আমি মর্মাহত । প্রবাদ প্রতিম অভিনেতা, যিনি বাংলা চলচ্চিত্রকে এক নতুন দিশা দেখিয়েছিলেন । তাঁর মৃত্যুতে ভারতীয় রুপোলি পর্দা একটি রত্ন হারাল । তাঁর পরিবার এবং অগণিত অনুরাগীরদের প্রতি আমার সমবেদনা রইল । ওম শান্তি শান্তি শান্তি ৷’’
শোক প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও ৷ টুইটে তিনি লিখেছেন, ‘‘ কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত ৷ তাঁর শূন্যস্থান পূরণ করা কঠিন ৷ তিনিই প্রথম ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব, যাঁকে অর্ডার দে আর্টস এবং ডেস লেট্রেস ফ্রান্সের শিল্পীদের পক্ষে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছিল ৷ এছাড়াও দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন তিনি ।’’