পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Behala Road Accident: পথ দুর্ঘটনায় মৃত্যু পড়ুয়ার, মৃতদেহ আটকে বিক্ষোভ বেহালায় - মৃতদেহ আটকে বিক্ষোভ বেহালায়

এক প্রাথমিকের পড়ুয়াকে চাপা দিয়ে চলে যায় একটি ঘাতক লরি ৷ ঘটনায় গুরুতর আহত হন বাবাও। এই ঘটনায় শুক্রবার সকালে উত্তপ্ত বেহালা ৷ মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

ETV Bharat
বেহালায় লরি দুর্ঘটনায় মৃত্যু পড়ুয়ার

By

Published : Aug 4, 2023, 8:35 AM IST

Updated : Aug 4, 2023, 12:14 PM IST

বেহালায় পথ দুর্ঘটনায় খুদে পড়ুয়ার মৃত্যু হওয়ার পর উত্তপ্ত এলাকা

বেহালা, 4 অগস্ট: পথ দুর্ঘটনার জেরে সাতসকালে রণক্ষেত্রের চেহারা নিল বেহালার বড়িশা ৷ জানা গিয়েছে, শুক্রবার সকালে বাবার হাত ধরে স্কুলে যাচ্ছিল প্রাথমিক বিভাগের এক পড়ুয়া ৷ আচমকা পিছন থেকে একটি পণ্যবাহী গাড়ি এসে ওই পড়ুয়াকে চাপা দিয়ে চলে যায় ৷ গুরুতর আহত হন বাবা। আপাতত হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এই ঘটনায় মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ একের পর এক একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেন এলাকাবাসী ৷ মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা।

বাসিন্দাদের অভিযোগ, প্রত্যেকদিন পুলিশকর্মীরা এলাকায় বিভিন্ন গাড়ির থেকে টাকা নেয় ৷ এরপর ঘাতক গাড়িগুলিকে ছেড়ে দেয় ৷ এছাড়া বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা এলাকায় এলে পুলিশ কর্মী দেখা যায় ৷ কিন্তু সকালে পড়ুয়াদের স্কুলে যাওয়ার সময় কোনও পুলিশকর্মীর দেখা মেলে না ৷ পুলিশের গাফিলতিতেই এদিনের দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের।

এদিকে, প্রায় ঘণ্টা দুয়েক পর ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের ব়্যাপিড অ্যাকশন ফোর্স-এর জওয়ানরা ৷ পাশাপাশি লালবাজার থেকে নিয়ে আসা হয়েছে অতিরিক্ত মহিলা পুলিশকর্মীদের ৷ জনতাকে ছত্রভঙ্গ করার জন্য শুরু হয়েছে লাঠিচার্জ ৷ যদিও লাঠিচার্জের ঘটনা অস্বীকার করেছে লালবাজার ৷ উন্মত্ত জনতা রাস্তার সিসিটিভি ক্যামেরা ভাঙতে শুরু করে, যাতে কোনও তথ্যপ্রমাণ না থাকে ৷ এর সঙ্গে অফিস টাইমে ডায়মন্ডহারবার রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় প্রায় 2 ঘণ্টা অবরুদ্ধ থাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় ৷ সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা ৷

আরও পড়ুন: পেছন থেকে গাড়িতে ট্রাকের ধাক্কা, দিল্লিতে মৃত্যু পুলিশ ইন্সপেক্টরের

রাস্তা অবরোধের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বেশ কয়েকজন মহিলাকে জোর করে প্রিজন ভ্যানে তোলা চেষ্টা করে পুলিশ ৷ সেই সময় আমজনতার সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বাধে ৷ ওই সময় ঘটনাস্থলে থাকা অন্য মহিলারা আটক হওয়া মহিলাদের পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যায় ৷ এরপর লাঠি নিয়ে পুলিশকর্মীদের রাস্তায় পেটানোর অভিযোগও উঠেছে ৷ পাশাপাশি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় জনতা ৷

Last Updated : Aug 4, 2023, 12:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details