কলকাতা, 16 জানুয়ারি:2014 সালের টেটে (2014 TET Paper Mistakes) প্রশ্ন ভুলের কথা ফের স্বীকার করে নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Education Board)। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে রিপোর্ট দিয়ে তারা জানিয়েছে, ওই বছর উর্দু বিষয়ে মোট 5টি প্রশ্ন ভুল ছিল । যাঁরা ওই প্রশ্নগুলির উত্তর দিয়েছেন, তাঁদের অতিরিক্ত 5 নম্বর দিতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত ৷
অতিরিক্ত 5 নম্বর দেওয়ার নির্দেশ: সোমবার আদালতে 2014 সালের টেটে প্রশ্ন ভুলের কথা প্রাথমিক শিক্ষা পর্ষদ ফের স্বীকার করে নেয় ৷ যার জেরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর নির্দেশে বলেন, যেহেতু পর্ষদ প্রশ্ন ভুলের কথা স্বীকার করে নিয়েছে, তাই মামলাকারীরা যদি ওই 5টি প্রশ্নের উত্তর দিয়ে থাকেন, তাহলে তাঁদের ওই প্রশ্নগুলি লেখার চেষ্টা করার জন্য অতিরিক্ত 5 নম্বর দিতে হবে । এবং দেখতে হবে ওই 5 নম্বর পাওয়ার পর তাঁরা টেট উত্তীর্ণ হচ্ছেন কি না । যদি তাঁরা টেট উত্তীর্ণ বলে বিবেচিত হন, তাহলে 4 সপ্তাহের মধ্যে তাঁদের চাকরির ব্যবস্থা করতে হবে ।