কলকাতা, 16 জুন: 24 জুন থেকে পরবর্তী 15 দিন মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ আন্দোলনের সিদ্ধান্ত নিল বামফ্রন্ট নেতৃত্ব । বিধানসভা নির্বাচনের বিপর্যয়ের ধাক্কা সরিয়ে ফের পথে বামেরা । কর্মসূচিহীনভাবে বসে থাকলে অপ্রাসঙ্গিক হয়ে পড়ার শঙ্কা রয়েছে তাদের । তাই পথে নামার সিদ্ধান্ত বলে আরএসপির সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য বামফ্রন্টের বৈঠকের পরে জানিয়েছেন । নির্বাচনের আগে ফ্রন্টের বাইরে থাকা অন্যান্য দলগুলির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল সিপিএম । এবার কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে সেই সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা হবে । তাদেরও আন্দোলনে যোগ দেওয়ার কথা বলা হবে । তবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা কংগ্রেসকে এই আন্দোলন কর্মসূচিতে ডাকা হবে কি না তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি বৈঠকে ।
এক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া-ভবিষ্যৎ নিয়ে তাড়াহুড়ো করতে চায় না নেতৃত্ব । বদলে বিধান ভবনের পদক্ষেপের দিকে নজর রাখতে চায় । পাশাপাশি নির্বাচনের আগে যে কোনও বিষয়ে রাজভবনের দ্বারস্থ হওয়ার নীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । রাজ্যপাল জগদীপ ধনকড় সাংবিধানিক প্রধান হয়ে যেভাবে কার্যত রাজ্যের প্রতিটি পদক্ষেপের সমালোচনা করছেন তা মেনে নেওয়া যায় না বলে মনে করছেন বাম নেতারা । তাই তারও প্রতিবাদ করার সিদ্ধান্ত মঙ্গলবারের বামফ্রন্টের বৈঠকে নেওয়া হয়েছে ।