কলকাতা, 15 জুলাই: আবারও রাজভবন থেকে এক সচিবকে সরানো হল ৷ রাজভবনের প্রেস সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হল শেখর বন্দ্যোপাধ্যায়কে ৷ তাঁকে পুরনো পদে ফিরিয়ে নেওয়া হয়েছে ৷ নবান্নের তথ্য ও সংস্কৃতি দফতরে যোগ দিয়েছেন শেখর বন্দ্যোপাধ্যায় ৷ আগে ওই দফতরের চলচ্চিত্র বিভাগের জয়েন্ট ডিরেক্টর পদে কর্মরত ছিলেন। ফের সেখানেই যোগ দিয়েছেন এই আধিকারিক ৷ তবে, তাঁর জায়গায় নতুন করে কাউকে রাজভবন থেকে চাওয়া হবে কিনা সে বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷ রাজভবন থেকে নবান্নের কাছে প্রেস সচিব নিয়োগের জন্য কোনও চিঠি এখনও দেওয়া হয়নি ৷
রাজভবন চাইলেই যে প্রেস সচিব পাবে তেমনটাও নয় ৷ এ নিয়ে নবান্নের ওই সূত্র সংশয় প্রকাশ করেছেন ৷ এর একাধিক কারণ রয়েছে ৷ সূত্রে দাবি, সাম্প্রতিককালে নানা বিষয়ে রাজভবনের সঙ্গে নবান্নের সংঘাত হয়েছে ৷ আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তীকে রাজভবন থেকে সরানো হয়েছে ৷ তাঁর জায়গায় এখনও পর্যন্ত নতুন কাউকে নিয়োগ করা হয়নি ৷ লা গণেশন যখন বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন, তখনই রাজভবনের সচিব পদে দায়িত্ব পান নন্দিনী চক্রবর্তী ৷ পরে তাঁকে সরিয়ে দেওয়া হয় ।
রাজ্যপাল সিভি আনন্দ বোসের শপথ অনুষ্ঠানের পর বিরোধী দলের নেতাদের মুখে নন্দিনী চক্রবর্তী প্রসঙ্গে নানা মন্তব্য শোনা যায় ৷ তাঁকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেও উল্লেখ করেছিলেন বিজেপির কয়েকজন নেতা ৷ তারপরই তাঁকে নিয়ে রাজভবন এবং নবান্নের মধ্যে দড়ি টানাটানি শুরু হয় ৷ শেষ পর্যন্ত মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, নন্দিনী চক্রবর্তীকে পর্যটন দফতরে ফিরিয়ে নেন ৷ তারপর আবারও এক অফিসারকে নবান্নে ফিরিয়ে নেওয়ায় নতুন করে জল্পনা শুরু হয়েছে ৷ যদিও, রাজভবনের ওয়েবসাইটে এখনও শেখর বন্দ্যোপাধ্যায়ের নাম প্রেস সচিব হিসেবে উল্লেখ রয়েছে ৷