কলকাতা, 1 সেপ্টেম্বর: "বুথ দখল হওয়ার পরে দেদার ছাপ্পা চললেও প্রাণ ভয়ে কিছু করতে পারিনি ৷" আদালতে বিস্ফোরক স্বীকারোক্তি প্রিসাইডিং অফিসারের ৷ হলফনামা দিয়ে এমনটাই স্বীকার করে নিলেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে নিযুক্ত প্রিসাইডিং অফিসার ৷ এর জেরে এবার মুর্শিদাবাদের বেলডাঙা-2 ব্লকে ফের পুনর্নির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে ৷ 8 জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন হয় ৷ ভোট গণনা হয় 11 জুলাই ৷
বেলডাঙা-2 ব্লকের কাশীপুর গ্রামপঞ্চায়েতের ছাপ্পা ও রিগিংয়ের অভিযোগে পুনর্নির্বাচনের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন সিপিএম প্রার্থী নাসিমা বেগম ৷ মামলাকারীর অভিযোগ, তাঁর এজেন্টদের পঞ্চায়েত ভোটের দিন এবং ভোট গণনার দিন মারধর করে ভোটকেন্দ্র ও গণনাকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছিল ৷
এই ঘটনার পরও বুথে পুনর্নির্বাচন হয়নি ৷ পরে সেখান থেকে ব্যালট পেপার উদ্ধার হয় ৷ এই মামলায় জানানো হয়েছিল, কাশীপুর প্রাইমারি স্কুলের বুথে প্রিসাইডিং অফিসার ছিলেন সুমিত পাণ্ডে ৷ তাই তাঁর কাছে ঘটনার দিন কী হয়েছিল, তা জানতে চেয়ে হলফনামা তলব করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ৷