পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

HC on Panchayat Elections: 'বুথ দখলের পর দেদার ছাপ্পা', আদালতে স্বীকারোক্তি প্রিসাইডিং অফিসারের - পঞ্চায়েত নির্বাচন 2023

কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এক প্রিসাইডিং অফিসারের হলফনামায় বিস্ফোরক তথ্য উঠে এল ৷ মুর্শিদাবাদের একটি ব্লকে ছাপ্পা ভোট হওয়ার অভিযোগে আদালতের দ্বারস্থ হন বাম প্রার্থী ৷ বিচারপতি কর্তব্যরত প্রিসাইডিং অফিসারের হলফনামা তলব করেছিলেন ৷

ETV Bharat
পঞ্চায়েত ভোট নিয়ে মামলা কলকাতা হাইকোর্টে

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2023, 1:39 PM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর: "বুথ দখল হওয়ার পরে দেদার ছাপ্পা চললেও প্রাণ ভয়ে কিছু করতে পারিনি ৷" আদালতে বিস্ফোরক স্বীকারোক্তি প্রিসাইডিং অফিসারের ৷ হলফনামা দিয়ে এমনটাই স্বীকার করে নিলেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে নিযুক্ত প্রিসাইডিং অফিসার ৷ এর জেরে এবার মুর্শিদাবাদের বেলডাঙা-2 ব্লকে ফের পুনর্নির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে ৷ 8 জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন হয় ৷ ভোট গণনা হয় 11 জুলাই ৷

বেলডাঙা-2 ব্লকের কাশীপুর গ্রামপঞ্চায়েতের ছাপ্পা ও রিগিংয়ের অভিযোগে পুনর্নির্বাচনের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন সিপিএম প্রার্থী নাসিমা বেগম ৷ মামলাকারীর অভিযোগ, তাঁর এজেন্টদের পঞ্চায়েত ভোটের দিন এবং ভোট গণনার দিন মারধর করে ভোটকেন্দ্র ও গণনাকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছিল ৷

এই ঘটনার পরও বুথে পুনর্নির্বাচন হয়নি ৷ পরে সেখান থেকে ব্যালট পেপার উদ্ধার হয় ৷ এই মামলায় জানানো হয়েছিল, কাশীপুর প্রাইমারি স্কুলের বুথে প্রিসাইডিং অফিসার ছিলেন সুমিত পাণ্ডে ৷ তাই তাঁর কাছে ঘটনার দিন কী হয়েছিল, তা জানতে চেয়ে হলফনামা তলব করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ৷

সেই হলফনামাতে ভোটের দিনের হাড়হিম করা অভিজ্ঞতার কথা জানিয়েছেন কেন্দ্রীয় বিদ্যালয়ে কর্মরত শিক্ষক সুমিত পাণ্ডে ৷ তিনি ওই বুথে প্রিসাইডিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন ৷ হলফনামায় তিনি জানিয়েছেন, পঞ্চায়েত ভোটের দিন সাড়ে 12টার সময় দুষ্কৃতীরা ভোটকেন্দ্রে জবরদস্তি ঢুকে পড়ে বুথের দখল নেয় ৷ তারপর ব্যালট পেপার ছিনতাই করে দেদার ছাপ্পা শুরু করে ৷ সিসিটিভি ভেঙে দেয় ৷

আরও পড়ুন: পঞ্চায়েত ভোট সংক্রান্ত মামলায় সব ফুটেজ দেখবেন বিচারপতি, শনিবার দিন ধার্য করলেন

এমনকী ওই দুষ্কৃতীরা ভোটকেন্দ্রে উপস্থিত ভোটকর্মীদের প্রাণনাশের হুমকিও দিয়েছিল ৷ দুষ্কৃতীরা তাদের কথা মেনে কাজ করতে বলে ৷ প্রিসাইডিং অফিসার সুমিত পাণ্ডে আরও জানিয়েছেন, তাঁর এবং অন্য পোলিং অফিসারদের মোবাইল কেড়ে নেওয়া হয়েছিল ৷ ফলে তাঁরা সেক্টর অফিসের সঙ্গে যোগাযোগ করতে পারেননি ৷ এমনকী ভোট শেষে ব্যালট বাক্স সিল করে ডায়েরিতে শান্তিপূর্ণ ভোট হয়েছে লিখতে বাধ্য করে ওই দুষ্কৃতীরা ৷ হলফনামায় পরিষ্কার উল্লেখ করেছেন প্রিসাইডিং অফিসার সুমিত পাণ্ডে ৷

ABOUT THE AUTHOR

...view details