পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ট্রাইবুনালের আইনজীবীদের জন্য অর্থ সাহায্যের ঘোষণা - আইনজীবীদের জন্য অর্থ সাহায্যের ঘোষণা বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের

অনাদায়ী ঋণ পুনরুদ্ধার সংক্রান্ত ট্রাইবুনালে আইনজীবীদের জন্য অর্থ সাহায্যের ঘোষণা করলেন বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অশোককুমার ধানধনিয়া ৷ এই নিয়ে ইতিমধ্যে অ্যাসোসিয়েশনের তরফে এক বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে ৷

High Court
ফাইল ফোটো

By

Published : Jul 9, 2020, 12:41 PM IST

কলকাতা, 9 জুলাই : লকডাউনের জেরে দীর্ঘদিন কোনও রোজগার নেই ৷ তাই অনাদায়ী ঋণ পুনরুদ্ধার সংক্রান্ত ট্রাইবুনালে আইনজীবীদের জন্য অর্থ সাহায্যের ঘোষণা করলেন বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অশোককুমার ধানধনিয়া ৷ এই নিয়ে ইতিমধ্যে অ্যাসোসিয়েশনের তরফে এক বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে ৷

বার অ্যাসোসিয়েশনের তরফে আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লকডাউনে কোনও রোজগার হয়নি ৷ তাই ট্রাইবুনালের একাধিক আইনজীবী চরম আর্থিক সংকটের কথা জানিয়ে অ্যাসোসিয়েশনে চিঠি পাঠিয়েছিলেন ৷ তাদের কথা বিবেচনা করে বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ব্যক্তিগত ফান্ড থেকে ওই আইনজীবীদের এককালীন কিছু আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷

এই আর্থিক সাহায্য পেতে আইনজীবীদের নির্দিষ্ট আবেদনপত্রে আবেদন জানিয়ে তা 9903859891 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷ কীভাবে আবেদনপত্র লিখতে হবে সেই নমুনাও প্রকাশ করা হয়েছে ৷ নির্দিষ্ট ফর্মে প্রয়োজনীয় সমস্ত কলাম পূরণ করে একটি ছবি-সহ হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিলেই আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে ৷ আগামী এক সপ্তাহের মধ্যে নিজের ফোন নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য-সহ আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে আবেদনকারীদের ৷

ABOUT THE AUTHOR

...view details