পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে রাষ্ট্রপতির অনুপস্থিতির সম্ভাবনা; থাকবেন প্রধানমন্ত্রী - লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে থাকছেন না রাষ্ট্রপতি

Gita Path in Lakh Voices: কলকাতার ব্রিগেড প্য়ারেড গ্রাউন্ডে বিজেপির লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে সম্ভবত থাকছেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুষ্ঠানে থাকবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা ৷

Etv Bharat
লক্ষ কণ্ঠে গীতাপাঠ

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2023, 9:34 PM IST

Updated : Dec 16, 2023, 3:55 PM IST

কলকাতা, 15 ডিসেম্বর: আগামী 24 ডিসেম্বের কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কণ্ঠে গীতা পাঠে সম্ভবত উপস্থিত থাকছেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে ৷ তবে বৃহস্পতিবার অনুষ্ঠানের উদ্যোক্তারা জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেহেতু নিজে থেকেই এই অনুষ্ঠানে থাকার ইচ্ছা ব্যক্ত করেছিলেন তাই তিনি নিশ্চিতভাবে উপস্থিত থাকবেন ।

প্রথমে জানা গিয়েছিল, গামাই 24 ডিসেম্বর অর্থাৎ রবিবার লক্ষ কণ্ঠে গীতা পাঠের কর্মসূচির উদ্বোধন করার কথা ছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর । আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তবে কিছু আগেই জানা গিয়েছে, যে প্রধানমন্ত্রী এবং অন্যান্য উপস্থিত থাকলেও হয়তো থাকবেন না রাষ্ট্রপতি ।

সূত্র মারফত জানা গিয়েছে যে, যেহেতু এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে তাই সিকিউরিটি প্রোটোকল অনেক বেশি মাত্রায় থাকবে । নিরাপত্তার বেষ্টনীও আঁটোসাঁটো থাকবে ৷ যাতে নিরাপত্তায় কোনওরকম ফাঁক না থাকে ৷ এছাড়াও ওইদিন শুধুমাত্র রাজ্য থেকে নয়, সারাদেশ থেকে ভক্তবৃন্দ থেকে শুরু করে সাধারণ মানুষ, সাধু-সন্ত, পড়ুয়া ও অন্যান্য ধর্মের মানুষদেরও আগমন হবে । তাই সব মিলিয়ে এই অনুষ্ঠানকে নিরাপদে সাফল্যমণ্ডিত করতে বদ্ধ পরিকর রাজ্য বিজেপি ৷

অন্যদিকে উদ্যোক্তাদের পক্ষ থেকে রাজ্য সরকারের প্রতি অসহযোগিতার অভিযোগ উঠেছে । তাই রাজ্য পুলিশের তরফে তেমন সাহায্য মেলার আশা নেই তাঁদের । তেমনটাই বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনের জানিয়েছিলেন অনুষ্ঠানের উদ্যোক্তারা । পাশাপাশি জানা গিয়েছে যে, আজ শুক্রবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আমন্ত্রণপত্র পাঠানো হবে ৷ ইতিমধ্যেই রাজভবনে ই-মেলের মাধ্যমে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে । এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি মারফত আমন্ত্রণ জানানো হয়েছে । তবে মুখ্যমন্ত্রীর দফতর থেকে অনুষ্ঠানে যোগদানের বিষয়ে এখনও চূড়ান্তভাবে কিছু সিদ্ধান্ত জানানো হয়নি ।

24 ডিসেম্বর ওইদিন মূল অনুষ্ঠান শুরু হবে সকাল 10টা থেকে । লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে ব্রিগেড বেলা 11টার সময় উপস্থিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । অনুষ্ঠান সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী আগমনের এই সময় রয়েছে ।

আরও পড়ুন :

Last Updated : Dec 16, 2023, 3:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details