নয়াদিল্লি ও কলকাতা 17 অগস্ট: আজ বঙ্গে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, একদিনের সফরে তিনি কলকাতায় আসছেন ৷ এর আগে মার্চ মাসে বঙ্গ সফরে এসেছিলেন দেশের প্রথম নাগরিক ৷ এবার নেশা মুক্ত ভারত গড়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গে পা রাখছেন তিনি ৷ বৃহস্পতিবার কলকাতায় নেশা মুক্ত ভারত অভিযানের আওতায় 'মাই বেঙ্গল, অ্যাডিকশন ফ্রি বেঙ্গল' শীর্ষক প্রচারের সূচনা করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ এই অনুষ্ঠানের আয়োজক ব্রহ্মাকুমারী ৷ রাজভবনে এই অনুষ্ঠান হওয়ার কথা ৷
এছাড়া বিন্ধ্যাগিরি জাহাজের উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ ভারতীয় নৌবাহিনীর 17এ প্রজেক্টের অন্তর্গত ছ'নম্বর জাহাজ এই বিন্ধ্যাগিরি ৷ গার্ডেন রিচে শিপ বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স লিমিটেডের এই অনুষ্ঠানে জাহাজের পথ চলার সূচনা করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ কর্ণাটকের পর্বত শৃঙ্গের নাম অনুসারে যুদ্ধ জাহাজের নামকরণ করা হয়েছে বিন্ধ্যাগিরি ৷ এই যুদ্ধজাহাজে অত্যাধুনিক অস্ত্র, সেন্সর এবং প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে ৷ বিন্ধ্যাগিরির আগে আইএনএস বিন্ধ্যাগিরি যুদ্ধজাহাজ 1981 সালের 8 জুলাই থেকে 2012 সালের 12 জুন পর্যন্ত নৌবাহিনীর হয়ে কাজ করেছে ৷ এবার বিন্ধ্যাগিরির পথ চলা শুরু করবে ৷