কলকাতা, 17 অগস্ট: রণতরী নির্মাণে স্বনির্ভর হচ্ছে ভারত ৷ তার প্রমাণ মিলল আইএনএস বিন্ধ্যগিরির নির্মাণে ৷ বৃহস্পতিবার কলকাতায় দেশীয় প্রযুক্তিতে তৈরি এই স্টিলথ ফ্রিগেট রণতরীর উদ্বোধন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ তার পর তিনি নিজেই এই কথা জানান ৷ এই রণতরীটি তৈরি হয়েছে কলকাতার গার্ডেন রিচ শিপইয়ার্ডে ৷ রাষ্ট্রপতির কথায়, উন্নত ফ্রিগেটের উৎপাদন আত্মনির্ভর ভারত এবং দেশের প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক । ওই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় উপস্থিত ছিলেন ৷
জাহাজ তৈরি নিয়ে ‘প্রজেক্ট 17 আলফা’ নিয়ে কাজ করছে ভারতীয় নৌসেনা ৷ এই প্রকল্পে তারা সাতটি রণতরী তৈরি করবে ৷ এ দিন যে রণতরীটি উদ্বোধন করা হল, সেটি ওই সাতটি রণতরীর মধ্যে ষষ্ঠ ৷ এই প্রকল্পে নির্মিত প্রথম পাঁচটি রণতরীর উদ্বোধন হয়েছিল 2019 সাল থেকে 2022 সালের মধ্যে ৷ এর মধ্যে তিনটি স্টিলথ ফ্রিগেট রণতরী তৈরি করা হয়েছে কলকাতায় ৷ সেই তিনটির মধ্যে এটাই তৃতীয় রণতরী ছিল ৷
সরকারি সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পে যা যা প্রয়োজন পড়েছে, তার 75 শতাংশই দেশীয় সংস্থাগুলির থেকে নেওয়া হয়েছে ৷ এর মধ্যে অনেক ক্ষুদ্র, মাঝারি প্রতিষ্ঠান রয়েছে ৷ এতে অনেক অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে ৷ ভারতীয় নৌসেনার হাতে দেওয়ার আগে এই রণতরী ও তার প্রযুক্তিগত দিকগুলি ভালো করে খতিয়ে দেখা হয়েছে ৷