পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আমফানে ক্ষতিগ্রস্ত বইপাড়ার পাশে দাঁড়ানোর ডাক প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের

বইপাড়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় বইয়ের দোকান থেকে বই নিয়ে যাওয়ার জন্য দোকানদারদের আবেদনে অভ্যস্ত তারা ৷ কিন্তু আমফানের দাপটে চেনা পরিচিত বইপাড়া আজ তাদের কাছে অচেনা ৷ জমা জলেই ভেসে গেছে অসংখ্য বই ৷ বই বিক্রেতাদের প্রচুর ক্ষতি হয়ে গেছে ৷ আর তাঁদের পাশে দাঁড়ানোর জন্য একটি ত্রাণ তহবিল গঠন করার উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ।

Presidency University stundent union make relief fund to help book seller of College street

By

Published : May 25, 2020, 11:22 PM IST

কলকাতা , 25 মে : আমফান ঘূর্ণিঝড়ের দাপটে ভেসে গিয়েছিল কলেজ স্ট্রিট বইপাড়া ৷ জমা জলের মধ্যে ভেসে যাওয়া অসংখ্য বই ৷ যার ছবি বইপ্রেমীদের মন বিষাদে ভরে গিয়েছিল । প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কলেজ জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই বইপাড়া । তাই বই বিক্রেতাদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন তাঁরা । আমফানে ক্ষতিগ্রস্ত বই বিক্রেতাদের আর্থিক সাহায্য করার জন্য একটি ত্রাণ তহবিল গঠন করার উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ । সেখানে সবাইকে সাধ্যমতো সাহায্য করার ডাক দেওয়া হয়েছে । ছাত্র সংসদের সঙ্গে এই উদ্যোগে সামিল রয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় পাবলিকেশন সোসাইটিও ।

দীর্ঘ সময় ধরে চলা লকডাউনের প্রভাব আগেই পড়েছিল কলেজ স্ট্রিটের উপর । ধীরে ধীরে বইয়ের হোম ডেলিভারির মাধ্যমে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করার সময়েই আমফান ঘূর্ণিঝড় এসে তছনছ করে দিয়ে গেল । পুরো কলেজ স্ট্রিট জুড়ে জমা জল , আর সেই জলে ভাসছে অসংখ্য বই । নিঃস্ব, রিক্ত হয়ে বই ব্যবসায়ীদের করুণ মুখে জল থেকে বই তোলার চেষ্টা শুধুমাত্র । ঝড়ের পরের দিনই সোশাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়া সেই করুণ ছবিগুলি সবাইকে কষ্ট দিয়েছে । আমফানের রোষে বইপাড়ার প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে । ছাপাখানা , বইয়ের দোকান , বিশেষত রাস্তার পাশে থাকা ছোটো বইয়ের স্টলগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে ।

বইপাড়াকে আবার চেনা ছন্দে ফিরিয়ে আনার জন্য ত্রাণ তহবিল গঠন করার উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের তরফ থেকে ডাক দেওয়া হয়েছে অর্থ সংগ্রহের জন্য । এই উদ্যোগ নিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী মিমোসা ঘোড়াই বলেন , "আমাদের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই হয় বইপাড়া দিয়ে । ঢুকতে গেলেই 'দিদি কী বই লাগবে , দিদি কী বই , কী বই , শুনে শুনেই অভ্যেস হয়ে গেছে । বই লাগলেই ওখানে খুঁজতাম । ছবিটা যখন দেখেছিলাম খুব খারাপ লেগেছিল । এত বই জলে ভাসছে । সত্যিই খুব খারাপ লেগেছিল । আর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বইপাড়া । তাই আমরা বই বিক্রেতাদের সাহায্য করব বলে সিদ্ধান্ত নিই । ইউনিয়নের তরফ থেকে আমরা আগেই পড়ুয়া , মেস স্টাফদের , ক্যান্টিনের কর্মচারীদের লকডাউনে সাহায্য করার জন্য ত্রাণ তহবিল গঠন করেছিলাম । সেই ত্রাণ তহবিল থেকেই দোকান-কাকুদের সাহায্য করতে চাই । আমরা অর্থ সাহায্যের আবেদন করেছি । যতটা অর্থ সংগ্রহ হবে তার থেকেই তাঁদের যতটা পারব আর্থিক সাহায্য করতে চাই ।"

ABOUT THE AUTHOR

...view details