পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুখে আজ়াদি স্লোগান, BJP কার্যালয়ের সামনে বিক্ষোভ SFI-র - Presidency student rally

JNU-তে পড়ুয়া ও অধ্যাপকদের উপর হামলার প্রতিবাদ । কলকাতায় মিছিল যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ।

photo
ছবি

By

Published : Jan 6, 2020, 11:09 PM IST

কলকাতা, 6 জানুয়ারি : "লো আয়ি আয়ি আজ়াদি" স্লোগান দিতে দিতে BJP-র সদর কার্যালয়ের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখাল SFI । প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের SFI-র কর্মী- সমর্থকরা ছিলেন এই বিক্ষোভ মিছিলে ৷ JNU-র ঘটনায় যারা দোষী তাদের কঠোর শাস্তির দাবিও জানানো হয় মিছিল থেকে ৷

বিক্ষোভ চলাকালীন নরেন্দ্র মোদির কুশপুতুল পোড়ায় বিক্ষোভকারীরা ৷ তাদের বক্তব্য, JNU এর ঘটনায় ABVP, BJP ও RSS যুক্ত । তাঁরা এখন অস্বীকার করছে । যতক্ষণ না পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিদের চিহ্নিত করা হবে ততক্ষণ আন্দোলন চলবে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আরও পড়ুন : রণক্ষেত্র সুলেখার মোড়, লাঠিচার্জের পর ক্ষমা প্রার্থনা পুলিশের

অন্যদিকে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক পার্থ বসু বলেন , "JNU-তে যা হল তা নিন্দনীয় ৷ তাঁর প্রতিবাদে ছাত্রছাত্রীরা BJP অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি করছে ।"

ABOUT THE AUTHOR

...view details