কলকাতা, 5 মার্চ: চলতি বছরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড । এই প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসসি কোর্সে ভর্তি নেওয়া হবে । তবে এটা সম্ভাব্য সূচি ঘোষণা করা হয়েছে । শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করবে তারা ।
সম্ভাব্যসূচি অনুয়ায়ী, পরীক্ষা নেওয়া হবে 31 জুলাই এবং 1 অগস্ট । পরীক্ষার জন্য মার্চ মাসের চতুর্থ সপ্তাহ থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণের প্রক্রিয়া শুরু হতে পারে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে । গত বছর স্নাতক এবং স্নাতকোত্তর উভয়স্তরের পরীক্ষা বাতিল করেছিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে।