পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের প্রবেশিকা পরীক্ষার সূচি প্রকাশ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের - রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটে একটি সম্ভাব্য সূচি প্রকাশ করা হয়েছে । সম্ভাব্যসূচি অনুয়ায়ী, পরীক্ষা নেওয়া হবে 31 জুলাই এবং 1 অগস্ট । পরীক্ষার জন্য মার্চ মাসের চতুর্থ সপ্তাহ থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণের প্রক্রিয়া শুরু হতে পারে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে ।

Examination Date
Presidency University

By

Published : Mar 5, 2021, 7:24 AM IST

কলকাতা, 5 মার্চ: চলতি বছরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড । এই প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসসি কোর্সে ভর্তি নেওয়া হবে । তবে এটা সম্ভাব্য সূচি ঘোষণা করা হয়েছে । শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করবে তারা ।

সম্ভাব্যসূচি অনুয়ায়ী, পরীক্ষা নেওয়া হবে 31 জুলাই এবং 1 অগস্ট । পরীক্ষার জন্য মার্চ মাসের চতুর্থ সপ্তাহ থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণের প্রক্রিয়া শুরু হতে পারে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে । গত বছর স্নাতক এবং স্নাতকোত্তর উভয়স্তরের পরীক্ষা বাতিল করেছিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে।

আরও পড়ুন, 11 বছরেও মেলেনি প্রাথমিকের নিয়োগপত্র, স্বেচ্ছামৃত্যুর ইচ্ছা প্রকাশ প্রার্থীদের

2020 সালে করোনা মহামারীর কারণে অধিকাংশ পরীক্ষাই বাতিল করেছিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। সেই নিয়ম অনুযায়ী বাতিল করা হয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা। শুধুমাত্র মেধা তালিকার ভিত্তিতেই পড়ুয়াদের ভর্তি নেওয়া হয়।

ABOUT THE AUTHOR

...view details