পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'রাম কে নাম' দেখানোর অনুমতি দিল না প্রেসিডেন্সি কর্তৃপক্ষ - in the name of God

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে 'রাম কে নাম' তথ্যচিত্র দেখানোর অনুমতি দিল না কর্তৃপক্ষ ৷ বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস অরুণ কুমার মাইতি জানিয়ে দিয়েছেন, ক্যাম্পাসে কোনও ফিল্ম দেখানো যাবে না ৷

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়

By

Published : Aug 25, 2019, 11:00 PM IST

Updated : Aug 26, 2019, 1:40 AM IST

কলকাতা, 25 অগাস্ট : হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে 20 অগাস্ট 'রাম কে নাম' তথ্যচিত্র দেখানোর সময় পুলিশ ছয় পড়ুয়াকে আটক করেছিল । তাঁদের প্রতি সংহতি জানিয়ে মঙ্গলবার (27 অগাস্ট) ক্যাম্পাসে 'রাম কে নাম' তথ্যচিত্রটি দেখানোর উদ্যোগ নেয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের চার-পাঁচজন পড়ুয়া । কিন্তু, গতকাল তাঁদের মধ্যে একজনকে ফোন করে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস অরুণ কুমার মাইতি জানিয়ে দেন, ক্যাম্পাসে কোনও ফিল্ম দেখানো যাবে না । যেহেতু, 'রাম কে নাম' একটি বিতর্কিত তথ্যচিত্র তাই সেটি দেখানো যাবে না । অনুমতি না পাওয়ায় এই তথ্যচিত্র দেখানোর অনুষ্ঠান বাতিল করে দেয় প্রেসিডেন্সির পড়ুয়ারা ।


এ বিষয়ে আয়োজক ছাত্রদের মধ্যে একজন গণিত স্নাতকের সেকেন্ড ইয়ারের ছাত্র কল্পক গুহ বলেন, "আমরা বৃহস্পতিবার হলের জন্য আবেদন করেছিলাম । আবেদনপত্রে লেখা ছিল ফিল্ম স্ক্রিনিং হবে । কিন্তু, কোন ফিল্ম দেখানো হবে সেটা লেখা ছিল না । এর আগেও আমি হল বুক করেছিলাম । আগেও এরকম হয়েছিল যে রিসিভড কপি দেয়নি । রিসিভড কপি না থাকা সত্ত্বেও আমার নামে হল বুক করে নিয়েছিলাম । সেই বুঝে আমরা ওইদিনই রাতে ফেসবুকে একটা ইভেন্ট খুলে দিই । গতকাল সাড়ে পাঁচটার সময় ডিন আমাকে ফোন করে বলেন এখন কোনও ধরনের ফিল্ম স্ক্রিনিং সম্ভব নয় । উনি বলেছিলেন তোমরা সেমিনার করতে পারলে করো, কিন্তু কোনও ধরনের ফিল্ম স্ক্রিনিং করা যাবে না । আমি বলেছিলাম ঠিক আছে আমি গিয়ে কথা বলছি, এভাবে তো বাতিল করা যায় না । উনি বলেছিলেন, এটা হবে না । আমরা ভেবেছিলাম সোমবার গিয়ে কথা বলে অনুষ্ঠান বাতিল করব । তারপরে উনি আমায় আবার সাতটার সময় ফোন করলেন । তখন বললেন তুমি এখনই অনুষ্ঠান বাতিল করে দাও । কারণ, 'রাম কে নাম' যে দেখানো হবে সেটা তো তুমি আমাকে বলনি । আর 'রাম কে নাম' এখন অন্য একটা সেন্টিমেন্ট আছে । এখন ওরকম বিতর্কিত সিনেমা দেখাতে হলে তোমাকে আগে থেকে বলে রাখতে ফিল্মের নাম । 'রাম কে নাম' দেখানো যাবে না । তো আমি ওনার কথা শুনে ইভেন্টটা বাতিল করে দিই । হয়ত ওনারাও ভয় পাচ্ছেন । ওনাদের উপরও চাপ আসছে উপর থেকে । সেটা তো আমি জানি না । আমরা হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, সেখানকার ছাত্রদের সমর্থনে এই ইভেন্টটা অ্যারেঞ্জ করেছিলাম ।"

'রাম কে নাম' দেখানোর অনুমতি দিল না প্রেসিডেন্সি কর্তৃপক্ষ

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস অরুণ কুমার মাইতি বলেন, "রাম কে নামের স্ক্রিনিংয়ের কোনও অনুমতি ছিল না । 'রাম কে নাম' বা যে ফিল্ম স্ক্রিনিং হবে সেটা লিখে তো অনুমতি নিতে হয় । এটার কোনও অনুমতি ছিল না । 'রাম কে নাম' যে সিনেমাটা ওরা দেখাবে বলেছিল সেটার কোনও অনুমতি ছিল না ।"

১৯৯২ সালের আনন্দ পটবর্ধন পরিচালিত তথ্যচিত্র হল 'রাম কে নাম' । এই তথ্যচিত্রটি একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে । তবে, তথ্যচিত্রটি বিতর্কিত হওয়ায় ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাতেই এই তথ্যচিত্র দেখানোর অনুমতি দেওয়া হয়নি বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর । আগামীকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়েও এই তথ্যচিত্রটি দেখানোর কথা রয়েছে ।

Last Updated : Aug 26, 2019, 1:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details