কলকাতা, 14 জানুয়ারি: দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার জন্য নেই পরিকাঠামো । স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় পড়তে এসে সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের । তাই এবার দৃষ্টিহীন পড়ুয়াদের জন্য অডিয়ো বুক এবং ব্রেইল লাইব্রেরি তৈরি করার দাবি উঠল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে (Presidency University) ।
দৃষ্টিহীন পড়ুয়াদের দাবি:অনেক স্বপ্ন নিয়ে দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ভর্তি হয় বহু পড়ুয়ারা । তাঁদের মধ্যে অনেকেই আবার বিশেষভাবে সক্ষম । অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলির মতো এখানেও পড়াশোনা করতে আসে দৃষ্টিহীন পড়ুয়ারাও । ক্লাসে অধ্যাপদের পড়া শুনে নিজেদের মতো করে পড়াশোনা করলেও প্রয়োজন বইয়ের । তবে এই ক্ষেত্রে তাঁদের সমস্যায় পড়তে হয় । কারণ প্রেসিডেন্সির মতো একটি নামজাদা শিক্ষা প্রতিষ্ঠানে দৃষ্টিহীন পড়ুয়াদের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো নেই । এমনকী এখানে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য কোনও কমিটিও নেই । তাই এবার তাঁদের কথা মাথায় রেখে অডিয়ো বুক এবং ব্রেইল লাইব্রেরির পাশাপাশি একটি কমিটি গঠনের দাবি উঠল ।
প্রেসিডেন্সি বিশ্বিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক দৃষ্টিহীন ছাত্রের আক্ষেপ: তিনি বলেন, "ক্লাসে লেকচার শোনার পরেও আরও অনেক বই থেকে নোট নিতে হয় । কলেজের লাইব্রেরিতে গিয়ে আমাদের কী লাভ ? আমাদের মতো পড়ুয়াদের জন্য কোনও সুযোগ-সুবিধাই তো নেই । অডিয়ো বুক লাইব্রেরি না থাকার কারণে আমরা পঠনপাঠনে অনেকটা পিছিয়ে পড়ি । একটা অডিয়ো বুক লাইব্রেরির পরিষেবা থাকাটা আমাদের অধিকার ।"