পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা আতঙ্কের মাঝেই প্রেসিডেন্সিতে বসন্ত উৎসব পালন - Holi

কোরোনা আতঙ্কের মাঝেই বসন্ত উৎসব পালন প্রেসিডেন্সিতে ।

Holi
বসন্ত উৎসব

By

Published : Mar 5, 2020, 9:27 PM IST

Updated : Mar 5, 2020, 10:07 PM IST

কলকাতা, 5 মার্চ : কয়েকদিন পর দোল উৎসব । কিন্তু, তার আগেই আজ রবীন্দ্রভারতীর মতো বসন্ত উৎসবে মেতেছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । এই বছর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ আয়োজন করেছিল বসন্ত উৎসবের । কোরোনা আতঙ্ককে দূরে সরিয়ে একে অপরের সঙ্গে দোল খেলল পড়ুয়ারা । সাঁওতালি থেকে শুরু করে আধুনিক পাশ্চাত্য গানের তালে কোমরও দোলাল তারা ।

প্রেসিডেন্সিতে এই প্রথম সব পড়ুয়া মিলে এভাবে দোল খেলার আয়োজন করা হয়েছিল বলে দাবি SFI পরিচালিত ছাত্র সংসদের । ছাত্র সংসদের সহ-সভাপতি অঙ্কিতা মুখোপাধ্যায় বলেন, "আমাদের স্টুডেন্ট ইউনিয়নের প্রথম থেকেই এটা উদ্দেশ্য ছিল যে, প্রেসিডেন্সির সমস্ত পড়ুয়াদের এক করে নিয়ে আমাদের ইউনিয়ন কাজ করবে । সেটা উৎসবের মাধ‍্যমে হোক বা যে কোনও ইশু নিয়েই হোক । এই রং খেলা বা বসন্ত উৎসব সেই রকমই একটা পদক্ষেপ । এখানে সমস্ত পড়ুয়া একসঙ্গে এসে রং খেলছে, সাংস্কৃতিক অনুষ্ঠান করছে বিভিন্ন ভাষায় । এটাকে ঐতিহ্যের মহাক্ষেত্র বলা যেতে পারে । সেই জন্যই প্রথম এই উদ্যোগটা আমাদের তরফে নেওয়া হল ।"

বসন্ত উৎসবে মাতল প্রেসিডেন্সির পড়ুয়ারা

কোরোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়েছে । চিনে রং বা আবির দোলে ব‍্যবহার করলে এই ভাইরাস ছড়াতে পারে বলে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে । সেই আতঙ্ককে দূরে সরিয়ে সবাইকে নিয়ে রং খেলায় মাতল প্রেসিডেন্সির পড়ুয়ারা । এ বিষয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি মিমোশা ঘোড়াই বলেন, "সারা দেশে বিভাজনের রাজনীতি চলছে । মানুষকে একে অপরের থেকে আলাদা করে রাখা হচ্ছে । উৎসব, অনুষ্ঠান থেকে বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে । বলা হচ্ছে কি না, আবির, রং খেলা থেকে কোরোনা ভাইরাস ছড়াবে । এরকম অবৈজ্ঞানিক কোনও মন্তব্য কেউ করতে পারে বলে ধারণা করা যায় না । সেখান থেকে সব ধরনের মানুষকে, পড়ুয়াকে একসঙ্গে নিয়ে আনন্দ ভাগ করে নেওয়ার জন্য আমাদের এই ভাবনা ।"

Last Updated : Mar 5, 2020, 10:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details