কলকাতা, 21 ফেব্রুয়ারি: অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচনের (student union election) দাবিতে মঙ্গলবার মিছিল করে কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University) ৷ সেই মিছিলে যোগদান করল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (Presidency University) ছাত্র সংসদের পড়ুয়ারাও । এ দিন ছাত্র সংসদ নির্বাচন-সহ একাধিক ইস্যুতে কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযানের ডাক দেয় এসএফআই (SFI) ।
প্রসঙ্গত, ছাত্র সংসদ নির্বাচন ইস্যুতে 17 দিন ধরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে রাতভোর অবস্থান বিক্ষোভ চলছে । অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করার দাবিতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতভোর অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছিল এসএফআই । সংগঠনের পক্ষ থেকে রিষভ সাহা বলেন, "আমরা 17 দিন ধরে রাতভোর বিক্ষোভ অবস্থান চালাবার পর কিছুটা সাফল্য অর্জন করেছিলাম । কারণ বিশ্ববিদ্যালয় জানিয়েছিলেন যে তাদের নির্বাচন করানো নিয়ে কোনও সমস্যা নেই । তবে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি । আসলে বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে চাইলেও রাজ্য সরকার নিষ্ক্রিয় ।"
তিনি জানান, যেহেতু কলকাতায় সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হল সিইউ ৷ বেশিরভাগ কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ৷ তাই আজ তাঁরা সিইউ অভিযানে যোগদান করেন । এ দিন সিইউ'র মিছিলে যোগদান করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তাদের দাবিপত্র জমা দিয়েছেন তাঁরা বলে জানান রিষভ । মূলত অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করাতে হবে এবং নয়া জাতীয় শিক্ষানীতি লাগু করা যাবে না । পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নত করতে হবে । মেরামত করতে হবে । এই দাবিদাবা নিয়েই তাদের আন্দোলন ৷ রিষভ জানান তবে তাঁদের মূল দাবিটি হল, নির্বাচন করাতে হবে অবিলম্বে ৷ যাতে দল রং সবের উর্ধ্বে উঠে ছাত্রছাত্রীরা স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করতে পারে ।
উল্লেখ্য, 2019 সালের 14 নভেম্বর শেষবার বিশ্ববিদ্যালয়গুলিতে হয়েছিল ছাত্র সংসদ নির্বাচন । এরপর করোনার জন্য গত দু'বছর বন্ধ রয়েছে ছাত্র সংসদের নির্বাচন । নির্বাচিত ইউনিয়নের বয়স ইতিমধ্যেই তিন বছর পেরিয়েছে । ছাত্র সংসদের অনেকেই পাশ করে বেরিয়ে গিয়েছেন । তাই সংগঠন চালাবার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে তাদের । এজন্যই কলকাতা থেকে শুরু করে যাদবপুর, প্রেসিডেন্সি-সহ প্রায় সবকটি বিশ্ববিদ্যালয়গুলিতে বারে বারে উঠছে ছাত্র সংসদ নির্বাচন করার দাবি । পাশাপাশি আরও একাধিক দাবিদাওয়া নিয়ে এ দিন কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযানে সিইউর পড়ুয়াদের সঙ্গে মিছিলে পা মেলান প্রেসিডেন্সির পড়ুয়ারা ।
আরও পড়ুন:এসএফআই সমর্থকদের ক্যাম্পাসের ঢুকতে বাধা পুলিশের, উত্তাল কলকাতা বিশ্ববিদ্যালয়