পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এলেন না উপাচার্য, অবরোধ তুলে ক্যাম্পাসে ফিরল প্রেসিডেন্সির পড়ুয়ারা - কলেজ স্ট্রীট

উপাচার্যকে আলোচনায় বসতে বাধ্য করার জন্য গতকাল সন্ধ্যা থেকে MG রোড অবরোধ চলছিল ৷ কিন্তু এলেন না উপাচার্য । শেষমেশ অবরোধ তুলে নিল প্রেসিডেন্সির পড়ুয়ারা।

ছবি
ছবি

By

Published : Mar 6, 2020, 1:44 PM IST

Updated : Mar 6, 2020, 6:56 PM IST

কলকাতা, 6 মার্চ : উপাচার্যকে আলোচনায় বসতে বাধ্য করতে গতকাল সন্ধে ছ'টা থেকে অবরোধ করে অবস্থান শুরু করেছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হস্টেলের আবাসিক ও পড়ুয়ারা । কিন্তু শেষমেশ উপাচার্য না আসায় নিজেরাই অবরোধ তুলে নিয়ে ফিরে গেল ক্যাম্পাসে ।

MG রোড অবরোধ করে গতকাল সন্ধে থেকে অবস্থান বিক্ষোভ আজ সকাল সাড়ে 9টা পর্যন্ত চলে । এরপর সকাল 9টা 15 নাগাদ পুলিশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের আশ্বস্ত করলে MG রোড ছেড়ে কলেজ স্ট্রিটের মুখে অবরোধ করেন বিক্ষুব্ধরা । কিন্তু, পুলিশের দেওয়া আশ্বাস পূরণ না হওয়ায় আবারও সেই রোড অবরোধ করতে গেলে পুলিশ, স্থানীয় বাসিন্দা ও সাধারণ পথচলতি মানুষের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে অবস্থানকারীরা । যদিও শেষ পর্যন্ত তাদের আবেদন মেনে রোড ছেড়ে কলেজ স্ট্রিটের মুখেই অবস্থান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা । গতকাল থেকেই অবরোধের জেরে MG রোড ও কলেজ স্ট্রিট এলাকাগুলোতে ব্যাপক যানজটের সৃষ্টি হয় । সেই কারণে আজ সকালে পুলিশ এসে অবস্থানকারীদের MG রোড ছেড়ে দিতে বলে । অবস্থানকারীদের দাবি, পুলিশ তাদের আশ্বাস দিয়েছিল কর্তৃপক্ষ আসবে কথা বলতে । সেই আশ্বাস পেয়ে এক ঘণ্টার জন্য MG রোড থেকে অবস্থান সরিয়ে নেয় পড়ুয়ারা । কিন্তু এক ঘণ্টা পার হয়ে যাওয়ার পরও কর্তৃপক্ষ তথা উপাচার্য না আসায় 10টা 20টা নাগাদ ছাত্ররা পুলিশের কাছে জানতে চায় কর্তৃপক্ষ কোথায়? সদুত্তর না পেয়ে তারা পুনরায় MG রোড অবরোধ করে । তখনই স্থানীয় বাসিন্দা, নিত্যযাত্রী এবং পুলিশের সঙ্গে বাদানুবাদ শুরু হয় সঙ্গে ছাত্র-ছাত্রীদের । আন্দোলনকারী পড়ুয়াদের সাফ বক্তব্য, যতক্ষণ না উপাচার্য অনুরাধা লোহিয়া তাদের সঙ্গে এসে আলোচনা করছেন, তাদের দাবি-দাওয়া নিয়ে সদুত্তর না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই অবস্থান-অবরোধ চালিয়ে যাবে তারা । কিন্তু আসেননি উপাচার্য । তাই শেষমেশ অবরোধ তুলে নিল পড়ুয়ারা ।

অবরোধ নিয়ে উপাচার্য অনুরাধা লোহিয়া বলেন, "আমি ছাত্রদের বলেছি, যতবার আলোচনা চেয়েছে ততবার আলোচনা করেছি। তা সত্ত্বেও ওরা নিজেদের দাবি থেকে একদমই সরছে না। ওদের প্রধান দাবি হচ্ছে, মেসে কে কাজ করে সেটা ওরা ঠিক করে নিযুক্ত করবে। এটা সম্ভব নয় । ওদের সঙ্গে বারবার কথা বলেছি । 27 জানুয়ারি আমাদের প্রতিক্রিয়া লিখে দিয়েছি । আমার পর আমার রেজিস্ট্রার, ডিন অফ স্টুডেন্টসকে ঘেরাও করেছিল । আমাকে তিনদিন ঘেরাও করে রেখেছিল । ডিন অফ স্টুডেন্টসকে পাঁচদিন ঘেরাও করে রেখেছিল । তারপর অধ্যাপকরা ওদের সঙ্গে কথা বলেন । তখন দাবিগুলি বাড়িয়ে চার থেকে সাত হয়ে গেল । প্রচুর চেষ্টা করেছেন । কিন্তু, ওরা কিছুতেই কোনও কথায় আসবে না । ওরা যা বলবে তাই করতে হবে । এটা কি সম্ভব?"

আপনি কি ক্যাম্পাসে আসবেন? উপাচার্য বলেন, "না আমি আসব না । ওদের বলেছি, অবশ্যই তোমাদের সঙ্গে আবার বসব । কিন্তু, তারজন্য তোমাদের অবস্থান তুলতে হবে । পরিস্থিতিটা স্বাভাবিক করতে হবে ।"

Last Updated : Mar 6, 2020, 6:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details