কলকাতা, 10 অক্টোবর:প্রেসিডেন্সি সংশোধনাগারে থাকা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় কোনও সহায়ক পাবেন না । পার্থর আরজিতে চিকিৎসকদের পরামর্শ শুনে এই উত্তরই দিল প্রেসিডেন্সি সংশোধনাগার ৷
গোটা ঘটনার সূত্রপাত গত সপ্তাহে । নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায় আরজি জানিয়েছিলেন যে, দীর্ঘদিন ধরে তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন । ফলে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন । গা-হাত-পায়ে প্রবল যন্ত্রণা । এই সময়ে তাঁর সংশোধনাগারের মধ্যে একজন সহায়কের ব্যবস্থা করে দিলে খুব ভালো হয় । প্রেসিডেন্সি সংশোধনাগরের কর্তৃপক্ষের কাছে এই আরজি জানিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব ৷
প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের এই আবেদনকে গুরুত্ব দিয়ে এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের দিয়ে তাঁর যাবতীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানো হয় । সংশোধনাগার সূত্রের খবর, এসএসকেএম হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকদের কাছে জানতে চাওয়া হয় যে, পার্থ চট্টোপাধ্যায়ের সংশোধনাগরের মধ্যে সত্যিই কি কোনও সহায়কের প্রয়োজন রয়েছে ? জবাবে এসএসকেএম হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকরাই জানিয়েছেন, বর্তমানে পার্থ চট্টোপাধ্যায়ের কোনও সহায়কের প্রয়োজন নেই । এরপরই পার্থকে সংশোধনাগারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, তিনি কোনও সহায়ক পাবেন না ।
আরও পড়ুন:জামিনের আবেদন নিয়ে হাইকোর্টে পার্থ, ‘দুর্নীতির মূলমাথা’র বিরুদ্ধে প্রমাণ পেশে সময় চাইল ইডি
পার্থ চট্টোপাধ্যায় প্রায় এক বছর হতে চলল প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি রয়েছেন । প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্রের খবর, সম্প্রতি তিনি সংশোধনাগরের ভিতরে হাঁটাহাঁটি করতে অসুবিধা প্রকাশ করেন । তিনি এর আগেও প্রেসিডেন্সি সংশোধনাগরের অভ্যন্তরীণ অবস্থার কথা আদালতে তুলে ধরেছিলেন । তাঁর অভিযোগ ছিল, সেখানে হাঁটা-চলার কোনও উপায় নেই । হাঁটতে চলতে গেলেও তাঁর সেলে থাকা অন্যান্য বন্দিরা তাঁকে নিয়ে মশকরা করছেন । এই অবস্থা থেকে তাঁকে যেন মুক্তি দেওয়া হয় । কিন্তু গতবার পার্থ চট্টোপাধ্যায়ের সেই আবেদনকে নস্যাৎ করে দিয়ে আদালতের তরফে বলা হয়েছিল, এই বিষয়ে সংশোধনাগার কর্তৃপক্ষকে জানাতে হবে । গোটা বিষয়টি সেখানেই ধামাচাপা পড়ে যায় । পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি সংশোধনাগরের মধ্যেই হাঁটা-চলার ব্যবস্থা করে নেন ।
রাজ্যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টানা তল্লাশি অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হয়েছিল । আর সেই থেকেই পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দিদশা কাটাচ্ছেন । এর আগে, প্রেসিডেন্সি সংশোধনাগারে পার্থ চট্টোপাধ্যায় কখনও পায়চারি করতে গিয়ে পায়ে জলে হড়কে পড়ে যান । আবার কখনও সংশোধনাগারের অন্দরের নোংরা আবর্জনা পরিত্রাণ পাওয়ার জন্যও আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি ।