কলকাতা, 28 অক্টোবর : কালীপুজো ও ছটপুজোর জন্য আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা পৌরনিগম । করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কালী প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সবরকমের ব্যবস্থা নিচ্ছে কলকাতা পৌরনিগম । করোনা বিধি মেনে যেভাবে দুর্গা প্রতিমা নিরঞ্জন হয়েছে সেভাবে কালীপুজোতেও প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য তথা উদ্যান বিভাগের প্রধান দেবাশিস কুমার ।
পাশাপাশি ছটপুজোর কথা মাথায় রেখেও শহরের গঙ্গার পাড়ে সমস্ত ঘাটগুলোতে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে । অতিরিক্ত ভিড় যাতে না হয় সেই বিষয়ে বিশেষ লক্ষ্য রাখা হবে । ঘাটগুলি ইতিমধ্যেই পরিষ্কারের কাজ শুরু হয়ে গিয়েছে ৷ প্রতিটি ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে । ছটপুজোর পুণ্যার্থীদের জন্য কৃত্রিম শৌচাগারেরও ব্যবস্থা করা হবে ঘাটগুলির ধারে । সেইসঙ্গে গঙ্গার ঘাটগুলিতে ভিড় ও কোনওরকম দুর্ঘটনা এড়াতে পর্যাপ্ত রিভার ট্রাফিক পুলিশও মোতায়েন করা হবে বলে জানান দেবাশিস কুমার ।
KMC : কালীপুজো ও ছটের প্রস্তুতি শুরু কলকাতা পৌরনিগমে
কালী ও ছটপুজো ভালভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা পৌরনিগম ৷ কালীপুজোর বিসর্জনের পাশাপাশি ছটপুজোর জন্য গঙ্গার ঘাটগুলিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হচ্ছে ৷ এছাড়াও সবরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘাটের ধারে রিভার ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছে কলকাতা পৌরনিগম ৷
আদালতের নির্দেশ অনুযায়ী এবছরও রবীন্দ্র সরোবরের লেকে ছটপুজাে নিষিদ্ধ থাকবে বলে পৌরনিগম সূত্রে খবর । এছাড়াও ছটপুজোর পুণ্যার্থীদের সুবিধার জন্য ও করোনা বিধির কথা মাথায় রেখে বিগত বছরের মতো এবছরও শহরের বিভিন্ন এলাকায় কৃত্রিম জলাশয় তৈরি করা হবে । শহরে ছোট-বড় যেসব পুকুর ও জলাশয় রয়েছে সেগুলোকেও কেউ প্রস্তুত করা হবে ছটপুজোর জন্য । গঙ্গায় অতিরিক্ত ভিড় এড়াতে শহরের জলাশয়গুলিকে প্রস্তুত করার ভাবনা পৌরনিগমের ৷
আরও পড়ুন :School re-open : প্রতিটি স্কুলে রাখতে হবে আইসোলেশন বেড, কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্য নির্দেশিকা