পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Pre Pujo Package 2023: বাস-ট্রাম-লঞ্চ, শহর থেকে গ্রামাঞ্চলের ঠাকুর দেখুন প্রি-পুজো প্যাকেজে

ভিড়ভাট্টায় ঠাকুর দেখা অপছন্দ ? আপনার কথা মাথায় রেখেই এবারের প্রি-পুজো প্যাকেজ এনেছে পশ্চিমবঙ্গ পরিবহণ দফতর ৷ বাস-ট্রাম ও লঞ্চ, পুজোতে ঘোরার সুবিধে থাকছে এই তিনভাবেই ৷ যাতে ইচ্ছে তাতে চেপেই ঠাকুর দেখতে পারেন ৷ ভাড়া ও ঘোরার জায়গা সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন প্রতিবেদন ৷

Etv Bharat
প্রি পুজো প্যাকেজের বই প্রকাশে পরিবহণমন্ত্রী

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2023, 10:16 PM IST

পরিবহণমন্ত্রীর মুখে শুনুন প্রি-পুজো প্যাকেজ

কলকাতা, 15 সেপ্টেম্বর: এবার পুজো শুরু হওয়ার আগে দেখে নিতে পারবেন শহরের জনপ্রিয় প্যান্ডেল এবং প্রতিমা । রাজ্য পরিবহণ দফতরের পক্ষ থেকে এই প্রথমবার প্রি-পুজো প্যাকেজের ঘোষণা করা হল শুক্রবার । পুজোর দিনগুলিতে ঠিক কেমন থাকবে পরিবহণ ব্যবস্থা সেই ছক কষে ফেলা হয়েছে ইতিমধ্যেই । এই প্রথমবার পুজো শুরু হওয়ার আগেই প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখে নেওয়ার ব্যবস্থা করেছে পরিবহণ দফতর ।

এই বিষয়ে আজ রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, মহালয়ার পর থেকেই ধীরে ধীরে বাড়তে থাকে দর্শনার্থীদের ভিড় । আর যত পুজোর দিন এগিয়ে আসে, ভিড আরও বাড়তে থাকে। কিন্তু অনেকেই হয়তো পুজোর দিনগুলোয় ভিড়ে ঠাকুর দেখতে পারেন না । তাই তাঁদের জন্য এবারও থাকছে বিশেষ বাস পরিষেবা । সেই বাস পুজোর আগেই দর্শনার্থীদের ফাঁকায় ফাঁকায় ঘুরিয়ে দেখিয়ে দেবে ঠাকুর । কলকাতা প্রায় 24টি ঠাকুর দেখানো হবে এই প্রি-পুজো প্যাকেজে । এর মধ্যে রয়েছে দুটি বনেদি বাড়ির পুজোও । ব্রিটিশ কাউন্সিল, ইউনেসকো এবং আরও একটি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই ব্যবস্থাপনা করা হয়েছে।

তিনি আরও জানান, এছাড়াও প্রতি বছরের মতো এই বছরেও থাকছে রাত্রিকালীন বিশেষ বাস পরিষেবা । অর্থাৎ, সারাদিন ঠাকুর দেখে পুজোর সময় রাতে বাড়ি ফেরার ক্ষেত্রে অনেককেই সমস্যা পড়তে হয়ে । কারণ সব রাস্তা থেকে পাওয়া যায় না বাস বা অন্যান্য যানবাহন । তাই রাতে দর্শনার্থীদের বাড়ি ফেরায় সহায়তা জন্য রাতে নির্দিষ্ট রুট দিয়ে বাস দর্শনার্থীদের পৌঁছে দেবে নিকটবর্তী রেলস্টেশনে ।

ট্রামে পুজো পরিক্রমা:শুধু তাই নয়, এই প্রথমবার এসি ট্রামে কলকাতার পুজোগুলি ঘুরিয়ে দেখাবে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম ৷ যাত্রাপথ হবে এসপ্ল্যানেড-শ্যামবাজার, এসপ্ল্যানেড-গড়িয়াহাট, এসপ্ল্যানেড থেকে বাসগুলি সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন সকাল দশটায় ছাড়বে ও যাত্রাশেষে একই জায়গায় ফিরে আসবে ৷ যে দর্শনীয় পুজোগুলি ঘুরে দেখানো হবে সেগুলি হল কাশী বোস লেন, হাতিবাগান সার্বজনীন, নলিনী সরকার স্ট্রিট, একডালিয়া এবং সিঙ্গি পার্ক জন প্রতিভাড়া 600 টাকা । পাঁচ বছরের নিচে কোনও ভাড়া লাগবে না । ট্রামে চা/কফি পরিবেশন করা হবে ।

জলপথে উত্তরের বিশিষ্ট পুজো:জলপথ ও স্থলপথে উত্তর কলকাতার বিশিষ্ট পুজোগুলি দেখানোর ব্যবস্থা করেছে পরিবহণ নিগম। মিলেনিয়াম পার্ক থেকে লঞ্চ ছাড়বে সকাল 11টায় ৷ তারপর হাওড়া জেটি ঘুরে পৌঁছবে আহিরিটোলা ঘাটে ৷ সেখানে অপেক্ষমান এসি বাসে নিয়ে যাওয়া হবে বিশিষ্ট পুজো প্রাঙ্গণে ৷ যাত্রাপথে থাকবে শোভাবাজার রাজবাড়ির পুজো, কুমোরটুলি পার্ক ও সার্বজনীন জগৎ মুখার্জি পার্কের পুজো ৷ তারপর নিয়ে যাওয়া হবে বলরাম মন্দির ও শ্রী শ্রী মায়ের বাড়ি শেষে বাগবাজার সার্বজনীন পুজো মণ্ডপ দেখিয়ে দর্শনার্থীদের বাগবাজার লঞ্চে তুলে দেওয়া হবে ৷ যা হাওড়া জেটি ঘুরে মিলেনিয়াম পার্কে শেষ হবে ৷ পুরো এই পাঁচ ঘণ্টার সফরে দর্শনার্থীদের জন্য লাঞ্চ ও যাত্রাপথে স্ন্যাকস ও চা পরিবেশন করা হবে ৷ সপ্তমী, অষ্টমী ও নবমীতে এই বিশেষ পরিষেবা পাওয়া যাবে ৷ ভাড়া জনপ্রতি 750 টাকা ৷ 5 বছরের নিচে কোনও ভাড়া লাগবে না ।

বিলাসবহুল বাসে কলকাতার পুজো পরিক্রমা:ভলভো এসি বাসে কলকাতার বনেদি বাড়ির ঠাকুর দেখানো হবে । যাত্রা শুরু হবে এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাস থেকে সকাল 8টার সময় । টার্মিনাসে পৌঁছতে হবে সকাল সাড়ে সাতটার মধ্যে । যাত্রাপথ হবে বদনচন্দ্র রায় বাড়ি, বাগবাজার হালদার বাড়ি, বেলুড় মঠ, শোভাবাজার রাজবাড়ি, ছাতুবাবু ও লাঠুবাবুর বাড়ি, রানি রাসমণির বাড়ি, বেহালা রায় বাড়ি, বেহালা সোনার দুর্গা বাড়ি, সাবর্ণ রায়চৌধুরী বাড়ির আটচালার পুজো, সাবর্ণ রায়চৌধুরীদের মেজোবাড়ির পুজো ।

সপ্তমী, অষ্টমী ও নবমীতে এই বিশেষ বাস ছাড়বে । ভাড়া জনপ্রতি 1900 টাকা । গতবছরের চেয়ে এই ভাড়া বেড়েছে 50 টাকা । 5 বছরের নিচের শিশুদের ক্ষেত্রে কোনও ভাড়া লাগবে না । দর্শনার্থীদের সকালের জলখাবার, দুপুরের খাবার ও বিকেলের জলখাবার দেওয়া হবে । এছাড়া চা ও পানীয় জল দেওয়া হবে । প্রত্যেক দর্শনার্থীর সঙ্গে সচিত্র পরিচয়পত্র রাখতে হবে ।

শহর থেকে দূরে, গ্রাম বাংলার পুজো :

ধান্যকুড়িয়া ও আরবালিয়া : কলকাতা থেকে 75 কিমি দূরে বসিরহাট সংলগ্ন দুটি গ্রামের বনেদি বাড়ির পুজো দেখানো হবে । এসপ্ল্যানেডের ট্রাম টার্মিনাস থেকে এসি বাস ছাড়বে সকাল আটটার সময় ৷ যাত্রাপথে রাজারহাটে চিনার পার্ক হয়ে যাবে ৷ দেখানো হবে গায়েন বাড়ি-সহ অন্যান্য বাড়ির পুজো এবং রাধাকান্ত মন্দির ৷ ইউরোপীয় স্থাপত্যের আদলে তৈরি এই বাড়িগুলিতে সাবেকি পুজোর মহিমা দেখানো হবে । এখান থেকে আরবালিয়া গ্রামে নিয়ে যাওয়া হবে ৷ সেখানে বসু পরিবার আর ভট্টাচার্য পরিবারের দুর্গাপুজো দেখানো হবে ৷ জনপ্রতি ভাড়া 1800 টাকা । সকালের জল খাবার এবং দুপুরের ভোগ থাকবে ৷ সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন এই পরিষেবা পাওয়া যাবে ।

কামারপুকুর জয়রামবাটিতে পুজো দর্শন :বাসে জয়রামবাটি কামারপুকুরে পুজো দেখার ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ পৌরনিগম । এসপ্ল্যানেড থেকে অষ্টমীর দিন একটি এক্সিকিউটিভ বাস ছাড়বে ভোর পাঁচটার সময় । এসপ্ল্যানেড ট্রাম অফিস, বাগবাজার বাটা ও ডানলপ মোড় থেকে ওঠা যাবে । জয়রামবাটিতে পুজো দর্শনের পর ফিরতি পথে কামারপুকুর দর্শন করানো হবে । জনপ্রতি 600 এবং 700 টাকা ভাড়া । বাসে হালকা জলপান, চা বা কফি পরিবেশন করা হবে ।

আরও পড়ুন : কাজ শেষ হলে পুজোর আগেই পার্পল লাইনে মাঝেরহাট পর্যন্ত ছুটবে মেট্রো

ABOUT THE AUTHOR

...view details