কলকাতা, 2 জুন : রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি ৷ গতকাল ভোর থেকেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে রাজ্যের একাধিক এলাকায় । আলিপুর আবহওয়া অফিস জানিয়েছে আজ থেকে সক্রিয় হতে শুরু করবে মৌসুমি বায়ু । সেকারণে রাজ্যে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি । 3 জুন কেরলে ঢুকছে বর্ষা ।
সোমবার থেকেই শহর কলকাতায় বৃষ্টি শুরু হয় ৷ বেশিরভাগ এলাকাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয় ৷ আলিপুর আবহওয়া দফতরের পূর্বাভাষ অনুযায়ী আগামী তিন দিন ধরে চলবে প্রাক বর্ষার এই বৃষ্টি ৷ তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বেশি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস ৷
দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে আগামী 72 ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাষ দিয়েছে আলিপুর আবহওয়া দফতর ৷ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া-সহ বেশ কিছু জেলায় ৷ উত্তরবঙ্গের জেলাগুলি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাষ দেওয়া হয়েছে ৷