কলকাতা , 13 ডিসেম্বর : একদিকে শুভেন্দু অধিকারী । অন্যদিকে, রাজীব বন্দ্যোপাধ্যায় । এই দুই নেতার অবস্থান নিয়ে দল রীতিমতো বিব্রত । এই পরিস্থিতিতে আজ নাকতলায় দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রাজীবকে নিয়ে বৈঠক করেন প্রশান্ত কিশোর । প্রায় ঘণ্টা দেড়েক কথা হয় তাঁদের মধ্যে । পরে রাজীব জানান, " আলোচনা হয়েছে । আগামী দিনে আরও হবে । ক্ষোভ থাকলে তা দলকেই জানাব । যা করার আলোচনার মাধ্যমেই করব ।"
বেশ কয়েক দিন ধরেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে তৃণমূলের মধ্যে জল্পনা তুঙ্গে উঠছিল । শুভেন্দু অধিকারীকে নিয়ে যখন দল বিব্রত, তখনই রাজীব বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু মন্তব্য জল্পনা আরও বাড়িয়ে দিয়েছিল । পরিস্থিতি জটিল করে তোলে প্রাক্তন সেচ মন্ত্রীর সমর্থনে বেশ কয়েকটি পোস্টার । যেখানে রাজীবকে খোলাখুলি সমর্থন জানানো হয় ।
রাজীব ইশু যতই তীব্র হয়েছে, ঘাসফুলের মুখের হাসি ততই শক্ত হয়েছে । কেন রাজীবের মতো নেতা প্রকাশ্যে মুখ খুলছেন, তা নিয়ে দলের মধ্যেই গুঞ্জন শুরু হয়ে যায় । শুভেন্দুর পর রাজীব যদি তৃণমূল ছেড়ে অন্য দলে যোগ দেন, তাহলে ক্ষতি হবে তৃণমূলের । ভোটের আগে যখন বিজেপির উত্থান-গতি বাড়ছে, তখন রাজীবের মতো পুরানো দিনের নেতারা দল ছাড়লে সমস্যা আরও আরও বাড়বে, সন্দেহ নেই । সেই পরিস্থিতিতে রাজীবকে দলে রাখতে এবং তাঁর মান ভাঙাতে চেষ্টা শুরু করে তৃণমূল ।